|
|
|
|
|
পুজোর ফ্রেম |
নবরূপ
দুর্গোৎসব সর্বজনীন |
|
ঠিকানা: এগরা শহর, নবরূপ মোড়।
বয়স: দ্বিতীয় বর্ষ।
ভিড় টানতে: ৩৬০০ বর্গফুট জুড়ে মন্দিরের আদলে মণ্ডপ। কাপড়ের তৈরি পুতুল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে
‘বারো মাসে তেরো পার্বণ’। পুতুলের অবয়বে প্রতিমা, চন্দননগরে আলো ও সামাজিক কর্মসূচি।
খরচাপাতি: ১০ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: বাঙালিয়ানা ও লোকায়ত সংস্কৃতি ধরে রাখাই লক্ষ্য। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা সবই থিম সঙ্গত। ক্লাব হলেও নিয়ম-নিষ্ঠা মেনে পুজো করা হয়। তাই পুজো ঘিরে মানুষের আবেগ জড়িয়ে।
আশিস নন্দ, পুজো কমিটির সম্পাদক
|
|
নবীন চোখে: এলাকার একমাত্র এই পুজোর সব কিছুই থিমে বাঁধা। পুজোর সময় মণ্ডপে বসে বন্ধুদের সঙ্গে গল্প করি, ঠাকুর দেখতে যাই। কোনও বাধা নিষেধ থাকে না। কোথা দিয়ে দিনগুলো কেটে যায়।
তনুশ্রী দাস, কলেজ ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: তাৎক্ষণিক বিনোদনে না গিয়ে উদ্যোক্তারা পুজোয় সংস্কৃতি, সামাজিকতা, সচেতনতার ছাপ রাখেন। সংস্কৃতির মূল ভিত্তিকে নতুন করে প্রতিষ্ঠা দিচ্ছেন এঁরা। এই পুজো প্রকৃত অর্থেই সর্বজনীন।
চক্রধর দাস, ব্যাঙ্ক কর্মী |
|
|
|
|
|
|