|
পুজোর ফ্রেম |
মালঞ্চ আদি
পুজো কমিটি |
|
ঠিকানা: মালঞ্চ, খড়্গপুর।
বয়স: ৭০তম বর্ষ।
ভিড় টানতে: মিশরীয় স্থাপত্যের আদলে মণ্ডপ। থাকবে প্লাস্টার অফ প্যারিস ও থার্মোকলের কাজ।
প্রতিমা সাবেকী। শিল্পী কলকাতার প্রদীপ রুদ্রপাল। আয়োজন রয়েছে বস্ত্র বিতরণেরও।
খরচাপাতি: প্রায় ৭ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: নতুন কিছু করার চেষ্টা থেকেই এই পরিকল্পনা। দর্শকদের ভালো লাগলে সেটাই প্রাপ্তি। ক’টা দিন পাড়ার ছোট-বড় সকলে মিলে হইহুল্লোড় হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শান্তনু মাইতি, পুজো উদ্যোক্তা
|
|
নবীন চোখে: পাড়ার পুজোতেই বেশিটা সময় কাটে। বান্ধবীরা আসে, গল্প করি, অন্য পাড়ারও ঠাকুর দেখতে যাই। তবে আগের থেকে এখন পাড়ার মণ্ডপেও ভিড় বেশি হয়। ফলে দিনভর হুল্লোড় চলতেই থাকে।
ঈশিকা চক্রবর্তী, স্কুল ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: এলাকার সবচেয়ে পুরোনো পুজো এটা। আগে এত জৌলুস ছিল না। তবে যুগের সঙ্গে সবকিছুই বদলেছে। পাড়ার ছেলেরা পুজোয় উৎসাহী হচ্ছে, এটা ভাল। ক’টা দিন যেন এলাকার পরিবেশটাই বদলে যায়।
দিলীপ ঘোষ হাজরা, অবসরপ্রাপ্ত কর্মী |
|
|