পুজোর সঙ্গেই জড়িয়ে ঐহিত্য |
এখনও নহবতখানা থেকে সানাইয়ের সুর ভেসে আসে। দেবীর গর্ভগৃহে একটি বড় গোলকের মধ্যে প্রদীপের শিখা জ্বলে। সেই শিখার আলোতেই পুজো হয়। বৈদ্যুতিক আলো থাকে না। সব মিলিয়ে ডেবরার চকনরসিংহের দে পরিবারের পুজোর সঙ্গেই জড়িয়ে রয়েছে ঐতিহ্য। এই পুজো বহু প্রাচীন। প্রায় ৩৫২ বছরের পুরনো। এক সময় আটচালার ঘরে শুরু হয়েছিল পুজো। পরিবারের পূর্বপুরুষেরা আগে বসবাস করতেন ঘাটালের চেঁচুয়ায়। বর্গি আক্রমণের সময় সকলে ঘর ছাড়েন। বাবুরাম দে’র হাত ধরেই ডেবরায় দুর্গাপুজো শুরু হয়। পরে অবশ্য স্থায়ী মন্দির গড়ে উঠেছে। সেটা ১২৩৭ সাল। তখন থেকে এই মন্দিরেই পুজো হয়ে আসছে। কৌলিক প্রথা মেনে পুজোর আয়োজন করা হয়। পুজোর জন্য যে সব সরঞ্জাম লাগে, তার অধিকাংশই বাড়িতে তৈরি করা হয়। যেমন, নারকেল নাড়ু। দোকান থেকে মিষ্টি কেনা হয় না। গুড়, নারকেল কিনে এনে পরিবারের সদস্যরাই নাড়ু তৈরি করেন। হাতে সময় কম। পুজোর প্রস্তুতির জন্য এখন তাই দম ফেলার ফুরসত নেই পরিবারের প্রবীণ সদস্য তুহিন দে থেকে রজত দে- কারওরই। তুহিনবাবু বলছিলেন, “অনাড়ম্বর ভাবেই এখানে পুজোর আয়োজন করা হয়। সানাইয়ের দল আসে। বাড়িতেই ধূপ- ধুনো তৈরি করা হয়।” আর রজতবাবুর কথায়, “পুজোর সময়টায় পরিবারের সকলে আসেন। আনন্দ করেন। এটাই ভাল লাগে।”
|
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ |
ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বাধল কেশপুরের পঞ্চমীতে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দফায় দফায় গোলমাল হয়েছে। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “পঞ্চমীতে একটা গোলমাল হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে।” আগেও পঞ্চমীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। গুলি চলেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত একটি চায়ের দোকান ও ৪টি ঘরবাড়ি ভাঙচুর হয়। এ দিন সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৃণমূলের দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। ঘটনার জেরে বিড়ম্বনায় পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “পঞ্চমীতে একটা গোলমালের ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঠিক কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি।” পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় নজরদারি চলছে। গোলমালে জড়িতদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপই করা হবে।
|
স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষে ৩টি বিভাগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল সাতপাটি নেতাজি স্পোর্টিং ক্লাব। বিবেকানন্দ আন্তঃস্কুল ট্রফির জন্য লড়েছে ৮টি স্কুল। এতে বিজয়ী হয়েছে জয়পুর হাইস্কুল। ৮টি মহিলা ফুটবল দলকে নিয়ে মা সারদা ট্রফি জিতেছে বারমেসিয়া কেন্দাশোল মহিলা ফুটবল দল। আর ৮টি দলের মধ্যে রামকৃষ্ণ ট্রফি জিতেছে খড়্গপুর পাল ফুটবল অ্যাকাডেমি। ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল ছিল শুক্রবার। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ইউনাইটেড ব্যাঙ্কের মেদিনীপুর আঞ্চলিক শাখার ম্যানেজার বিবেকানন্দ বিশ্বাস ও মেদিনীপুর সদর চক্রের স্কুল পরিদর্শক অরুনাভ প্রহরাজ। ক্লাবের সম্পাদক অমূল্য চক্রবর্তী জানান, প্রতি বছরই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিবেকানন্দের জন্মসার্ধবর্ষে প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।
|
পুজোর প্রস্তুতি থেকে বাড়ি বাড়ি চাঁদা তোলা, সবই করেন মহিলারা। শহরে এমন উদ্যোগ দেখা যায়, তবে শহর ছাড়িয়ে গ্রামেও পুজো নিয়ে উৎসাহ দেখাচ্ছেন মহিলারা। বেলদার ছোট মাতকৎপুরের পুজো এ বার ২ বছরে পড়ল। পুজোর আয়োজন করেন এলাকার মহিলারাই। এ বারও তাই হয়েছে। মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্ডপ। প্রতিমা সাবেকী। পুজো পরিচালনার জন্য কমিটিও গড়া হয়েছে। যুগ্ম সম্পাদকের পদে রয়েছেন প্রতিভা জানা ও সুপর্ণা চক্রবর্তী। যুগ্ম সভাপতির পদে অনিমা সেন ও কবিতা জানা। আর পুজো কমিটির সভাপতি পূর্ণিমা দেব। আজ, ষষ্ঠীতে পুজোর উদ্বোধন। উদ্বোধক এক বাংলা সিরিয়ালের অভিনেতা- অভিনেত্রী। সঙ্গে থাকবেন এলাকার বিশিষ্ট মানুষজন। ছোট মাতকৎপুর সর্বজনীন দুর্গোৎসবের উদ্যোক্তাদের বক্তব্য, পুজোর ক’টা দিন এলাকার সকলে একাত্ম হন। মন্ডপে এসে আনন্দ করে। এটাই প্রাপ্তি।
|
দফতরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না- নিয়ে মাটির কাটার জন্য একটি মাটি কাটার মেশিন আটক করেছে ভূমি সংস্কার দফতর। জরিমানা বাবদ ওই মেশনটির মালিকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা চাওয়া হয়েছে। সময়ের মধ্যে টাকা জমা না পড়লে ওই মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে দফতর সূত্রে খবর। জানা গিয়েছে, বুধবার মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লাচক থেকে মাটি কাটার মেশিনটি আটক করা হয়েছে। যে কোনও জায়গায় মাটি কাটার জন্য ভূমি সংস্কার দফতর থেকে ক্যারিং অর্ডার (সি ও) নিতে হয়। এটাই নিয়ম। কিন্তু, এ ক্ষেত্রে অনুমতি না নিয়েই মাটি কাটা হচ্ছিল। এক সূত্রে মারফৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভূমি সংস্কার দফতরের কর্মীরা। মেশিনটিকে আটক করা হয়। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) অরিন্দম দত্ত বলেন, “প্রয়োজনীয় অনুমতি না- নিয়ে মাটি কাটার জন্য একটি মাটি কাটার মেশিন আটক করা হয়েছে।”
|