নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আসন্ন রঞ্জি মরসুমে বাংলার হয়ে খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার, মহাপঞ্চমীর দিন থেকে ফিটনেস ট্রেনিং চালু করে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। যদিও নির্বাচকদের কাউকে কাউকে এ দিন রাতে সৌরভ জানিয়ে রাখলেন, বাংলার হয়ে প্রথম ম্যাচেই নেমে পড়া সম্ভব নয়। কারণ, রাজস্থানের বিরুদ্ধে আগামী ২ নভেম্বর থেকে নেমে পড়ছে বাংলা। অর্থাৎ, তৈরি হওয়ার জন্য হাতে পড়ে আর দশ-বারো দিন। তবে সৌরভ ইঙ্গিত দিয়েছেন, মরসুম এগোলে এই ব্যাপারে ভেবে দেখবেন । যা পরিস্থিতি তাতে বাংলা অধিনায়ক হিসেবে মনোজ তিওয়ারি থাকছেন। বরং জট তৈরি হচ্ছে বাংলার পেস-আক্রমণ নিয়ে।
আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বাংলার নির্বাচকদের আশঙ্কা, অশোক দিন্দা সেখানে সুযোগ পেয়ে গেলে ভাল রকম মুশকিলে পড়তে হবে বাংলাকে। কারণ, সামি আহমেদের চোট। আট সপ্তাহ তিনি বাইরে। বিকল্প হিসেবে শিবশঙ্কর পালকে ভাবা হয়েছিল। কিন্তু এ দিন ঘরোয়া চ্যালেঞ্জার ট্রফিতে নেমে ১৮ ওভার বল করে ৫৫ রান দিয়ে কোনও উইকেট পাননি বাংলার সিনিয়র পেসার। কল্যাণীতে উপস্থিত নির্বাচকদের মনে হয়েছে, উইকেট না পাওয়া নয়, সবচেয়ে বড় হল রঞ্জি খেলার মতো ফিটনেস এখনও নেই শিবশঙ্করের। এই মুহূর্তে তাই তাঁকে ভাবা সম্ভব হচ্ছে না। বলা হচ্ছে, দিন্দা টেস্ট দলে সুযোগ পেলে শিবশঙ্করের নাম ভাবা হবে বাংলার জন্য।
একই সঙ্গে প্রশ্ন উঠছে পেসার বাছাইয়ে যখন এত সমস্যা, তা হলে রণদেব বসুকে কেন ভাবা হচ্ছে না? দীর্ঘ দিন ধরে বাংলা বোলিংকে টেনে নিয়ে যাওয়া রণদেবকে বাংলার প্রাথমিক দলে রাখা হয়নি। শিবশঙ্করকে তবু ঘরোয়া চ্যালেঞ্জারে ডাকা হয়েছিল। রণ-র ক্ষেত্রে সেটাও হয়নি। টিমের বাকি দুই পেসার হিসেবে নেওয়া হচ্ছে সৌরভ সরকার এবং বীরপ্রতাপ সিংহকে। স্পিনারদের মধ্যে থাকছেন অর্ণব নন্দী, ইরেশ সাক্সেনা এবং অরিত্র চট্টোপাধ্যায়।
ব্যাটিং লাইন আপে বিশেষ চমক নেই। ওপেনিংয়ে পার্থসারথি ভট্টাচার্যের জুটি হতে পারেন রোহন বন্দ্যোপাধ্যায় বা জয়জিৎ বসু-র মধ্যে এক জন। তিনে ঋতম পোড়েল। শক্তিশালী মিডল অর্ডারে চার থেকে সাতে একে একে আসবেন মনোজ, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার এবং লক্ষ্মীরতন শুক্ল। |