যে ওরিয়েন্ট এক্সপ্রেসের সঙ্গে জড়িয়ে আগাথা ক্রিস্টির নাম। যে ট্রেন যেত প্যারিস থেকে ইস্তানবুল। তাদের দুই যাত্রীবাহী ট্রেন নিলামে কিনেই ১৯৭৭-এ শুরু হয় ভেনিস সিম্পলন ওরিয়েন্ট এক্সপ্রেস-এর যাত্রা। এ বার তাদেরই মূল সংস্থা ওরিয়েন্ট এক্সপ্রেস হোটেলস হাতে নিতে আগ্রাসী পদক্ষেপ করল টাটারা। এ জন্য ইতালির মন্টেজেমোলো অ্যান্ড পার্টনার্সের সঙ্গে জোট বেঁধেছে তারা।
টাটা গোষ্ঠী তাদের ইন্ডিয়ান হোটেলস-এর মাধ্যমে ওরিয়েন্ট এক্সপ্রেসের সব শেয়ার কিনতে ব্রিটিশ হোটেল চেন-টিকে চিঠি দিয়েছে। টাটাদের হাতে এখন ওই সংস্থাটির প্রায় ৭% শেয়ার আছে। শেয়ার পিছু নগদ ১২.৬৩ ডলারে বাকি অংশীদারি কিনতে চায় তারা। সংস্থার দাবি, এর মধ্যে ওরিয়েন্ট এক্সপ্রেস-এর বর্তমান শেয়ার দরের উপর ৪০% প্রিমিয়াম এবং সমস্ত ঋণের অঙ্কও যুক্ত রয়েছে।
টাটা গোষ্ঠীর এই উদ্যোগকে অবশ্য অযাচিত বলেই মন্তব্য করেছে ওরিয়েন্ট এক্সপ্রেস। জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে পর্ষদে আলোচনা হবে। যদিও টাটাদের দাবি, এর পেছনে কোনও শত্রুতার মনোভাব নেই। না হলে পরিচালন পর্ষদকে প্রস্তাব না পাঠিয়ে শেয়ারহোল্ডারদের থেকে শেয়ার কেনার পথে এগোতেন তারা। এমনকী পুরো বিষয়টি যে ওরিয়েন্ট এক্সপ্রেসেরই বিবেচনাধীন, তা-ও স্পষ্ট জানানো হয়েছে। ইন্ডিয়ান হোটেলস-এর ভাইস চেয়ারম্যান আর কে কৃষ্ণ কুমার-এর দাবি, ওরিয়েন্ট পর্ষদের আপত্তি থাকলে জানাতে পারে।
এর আগে ২০০৭ ও গত অগস্টেও ওই ব্র্যান্ড কিনতে আগ্রহ দেখান রতন টাটা। সংশ্লিষ্ট মহলের মত, চেয়ারম্যানের পদ থেকে বিদায়ের আগে সেই লক্ষ্যটাই ভেদ করতে চান তিনি। ২২টি দেশে হোটেল, রেল ও ক্রুজ পরিষেবা দেয় ওরিয়েন্ট এক্সপ্রেস। |