|
|
|
|
রেণু-খুনের পাণ্ডা পালানোয় অন্তর্ঘাত দেখছে সিআইডি-ও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও বর্ধমান |
রেণু সরকার হত্যা মামলায় ধৃত মঙ্গল সাহানির হাসপাতাল থেকে পালানোর ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিআইডি-ও। শুক্রবার বর্ধমান কেন্দ্রীয় কারাগারের যে দুই ওয়ার্ডেন মঙ্গলকে সোমবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাঁদের এবং এক ডেপুটি জেলারকে জেরা করে সিআইডি। ডিআইজি সিআইডি শঙ্কর চক্রবর্তী বলেন, “কারারক্ষী থাকা সত্ত্বেও আসামি কী ভাবে পালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারারক্ষীদের গাফিলতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
শান্তিনিকেতনে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণুদেবীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত মঙ্গলকে ৫ অক্টোবর বোলপুর জেল থেকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। পর দিন দুপুরেই তাকে ছেড়ে দেয় হাসপাতাল। তাকে বর্ধমান কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সোমবার রাতে মঙ্গল ফের পেটে ব্যথার কথা জানালে ডেপুটি জেলার মৃণালকান্তি মাহাতোর নির্দেশে তাকে বর্ধমান মেডিক্যালে নিয়ে যান দুই কারারক্ষী দেবপ্রসাদ গড়াই ও প্রশান্তকুমার পাল। ভর্তির প্রক্রিয়া চলাকালীন কারারক্ষীদের সামনে দিয়েই চম্পট দেয় মঙ্গল।
ওই ঘটনায় ওই দুই কারারক্ষীকে সাসপেন্ড করার পাশাপাশি বর্ধমান জেলের সুপার মেইয়ামোদো গুঁইকে শো-কজ করে কারা দফতর।
সরকারি ভাবে জেলা পুলিশের হাত থেকে ঘটনার তদন্ত-ভার পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও শুক্রবারই তদন্ত শুরু করেছে সিআইডি। এ দিন সিআইডি-র বর্ধমান শাখার ইনস্পেক্টর লক্ষ্মীনারায়ণ দে ওই দুই কারারক্ষী ও ডেপুটি জেলার মৃণালকান্তিবাবুকে জেরা করেন। লক্ষ্মীনারায়ণবাবু কোনও মন্তব্য করতে না চাইলেও সিআইডি সূত্রে জানা গিয়েছে, দুই কারারক্ষী ও ডেপুটি জেলারের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। সিউড়ি হাসপাতাল থেকে আগেও এক বার মঙ্গল পালানোর চেষ্টা করেছিল। তা সত্ত্বেও বর্ধমান জেল কর্তৃপক্ষ কেন এ বার নিরাপত্তার দিকে বেশি জোর দিলেন না, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে জেলের গাড়ি কেন ব্যবহার করা হল না, মঙ্গলের সঙ্গে কোনও সাব-জেলার বা ডেপুটি জেলার কেন গেলেন না, এমন বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি বলে সিআইডি সূত্রের দাবি। এক গোয়েন্দা-কর্তার মতে, “যে ভাবে মঙ্গল পালিয়েছে, তাতে অন্তর্ঘাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারাগারের কয়েক জন সাব-জেলার ও কারারক্ষীদের জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।” |
|
|
|
|
|