চিকিৎসার গাফিলতির কবলে পড়ে মৃত্যুর সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার অমিত দাস। অভিযোগ, বাংলার এই অলরাউন্ডার কিছু দিন আগে প্রবল জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দিন কয়েক সেখানে রাখার পরও হাওড়ার এই ক্রিকেটারের বিশেষ কোনও উন্নতি ঘটেনি দেখে তাঁকে শেষ পর্যন্ত সিএবি-র সঙ্গে যুক্ত এক হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর দুটো ফুসফুসই আক্রান্ত। এবং অবস্থা প্রবল আশঙ্কাজনক।
|
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া হাই-ভোল্টেজ ম্যাচ। ডেল স্টেইন দৌড়চ্ছেন বল করতে। হঠাৎই থমকে গেলেন বোলিং মার্কের কাছে এসে। নিচু হয়ে কুড়িয়ে নিলেন লম্বা মতো কিছু একটা! দেখা গেল সেটা একটা বড় পেরেক। আম্পায়ারের হাতে স্টেইন সেটা তুলে দেন। তার সেই পেরেকের জায়গা হয় মাঠের বাইরে। কিন্তু মাঠে প্রশ্ন রয়ে যায়, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওই লোহার বস্তু কী করে চলে এলে বোলারের পায়ের কাছে।
|
ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের ঢুঁসো মারার মূর্তি উন্মোচন হয়েছে পঁপেদুর মিউজিয়ামে। মাত্র দু’দিন আগে। তার মাত্র দু’দিনের মধ্যে ফের একই ঘটনা। জিদানের ভূমিকায় সেভিয়ার গ্যারি মেডেল। মাতেরাজ্জির ভূমিকায় বার্সেলোনার ফাব্রেগাস। ম্যাচের ১৮ মিনিট বাকি থাকতে সেই ঘটনার জেরে লাল কার্ড দেখেন মেডেল। ১-২ পিছিয়ে থাকা বার্সেলোনাও দশ জনের সেভিয়ার বিরুদ্ধে তেড়েফুঁড়ে খেলে ৩-২ জিতে যায়। |