টুকরো খবর
সিটু’র পদ থেকে সরলেন দীপক সরকার
সিটু’র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি পদ থেকে সরে গেলেন দীপক সরকার। তাঁর জায়গায় নতুন সভাপতি হয়েছেন কালী নায়েক। তিনি সিটু’র জেলা সহ-সভাপতি ছিলেন। জেলা সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ দাস। সম্মেলন শেষে রবিবার রাতে নতুন কমিটি গঠন করা হয়। নতুন জেলা কমিটির সদস্য সংখ্যা ৯০। কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ৪৩। সম্পাদকমণ্ডলীর সদস্য সংখ্যা ১১। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপকবাবুর সিটুর পদ থেকে সরে যাওয়া নিয়ে দলের অন্দরেই নানা জল্পনা শুরু হয়েছে। দেড় দশকেরও বেশি সময় ধরে সিটু’র জেলা সভাপতির পদে ছিলেন দীপকবাবু। এক ব্যক্তি কেন একাধিক পদ আঁকড়ে থাকবে, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল দলের অন্দরে। রাজ্যে পালাবদলের আগে অবশ্য জেলার সংগঠনে দীপকবাবুর ‘প্রভাব’ ছিল প্রশ্নাতীত। তাই তখন এই প্রশ্ন ততটা ‘গুরুত্ব’ পায়নি। অন্য দিকে, খড়্গপুরের প্রবীণ নেতা কালী নায়েক দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। সিপিএমের জেলাকমিটির এই সদস্য বিধানসভার বিরোধী দলনেতা তথা এই জেলারই বিধায়ক সূর্যকান্ত মিশ্রের ঘনিষ্ঠ বলে পরিচিত। দীপকবাবুর সঙ্গে সূর্যবাবুর ‘বিরোধে’র কথা আবার সুবিদিত। ফলে নতুন এই পরিস্থিতিতে ‘সূর্য-অনুগামী’রা ফের সংগঠনের অন্দরে ‘প্রভাব’ বাড়াতে শুরু করেছেন বলে জল্পনা শুরু হয়েছে। যদিও দলেরই অন্য একটি সূত্রের দাবি, দীপকবাবু নিজে থেকেই সিটু’র সভাপতির পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। সভাপতি হিসেবে কালীবাবুর নাম দলের অন্দরে তিনিই প্রস্তাব করেন।

সিপিএম সমর্থকের বাড়িতে আগুন
এক সিপিএম সমর্থকের বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নারায়ণগড়ের কুশবাসানে। কুশবাসানে বাড়ি সিপিএম সমর্থক অনিল করণের। শনিবার রাতে কে বা কারা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সিপিএমের অভিযোগ তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত বলেন, “আগেও আমাদের ওই সমর্থকের বাড়িতে হামলা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারও করে। জেল থেকে ছাড়া পেয়ে ওরাই ফের এ ঘটনা ঘটিয়েছে।” যদিও তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “এটা মিথ্যে অভিযোগ। ওই ঘটনার সঙ্গে রাজনীতির যোগই নেই। প্রতিবেশীদের সঙ্গে ওই ব্যক্তির গোলমাল রয়েছে। ওই গোলমাল থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে।” তাঁর পাল্টা অভিযোগ, “এক সময় বিভিন্ন এলাকায় সন্ত্রাস করেছে সিপিএম। এখন মানুষ শান্তিতেই রয়েছেন। ফের সন্ত্রাস করার চেষ্টা হলে মানুষই জবাব দেবেন।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

শহরে ফুটবল টুর্নামেন্ট
মেদিনীপুর শহরে ফুটবল টুর্নামেন্টের একটি মুহূর্ত। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
দাসপুরের প্রয়াত তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার স্মৃতিতে দিন-রাতের ফুটবল টুর্নামেন্ট শুরু হল মেদিনীপুর শহরে। শহরের ২৪টি ওয়ার্ডের ২৪টি দল নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন। মেদিনীপুর শহর যুব তৃণমূলের উদ্যোগে শহরের কলেজ মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রবিবার সকালে উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শালবনির বিধায়ক তথা যুব তৃণমূলের জেলা সভাপতি শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। ৩ দিন ধরে এই টুর্নামেন্ট চলবে। ফাইনাল হবে মঙ্গলবার। যুব তৃণমূলের শহর সভাপতি স্নেহাশিস ভৌমিক বলেন, “শহরেও অনেক ফুটবল প্রতিভা রয়েছে। তাঁদের সামনে আনতেই এই উদ্যোগে। এর ফলে বছরভর যাঁরা ফুটবল খেলেন, তাঁরাও উৎসাহিত হবেন।”

জেলা সম্মেলন
ওয়েস্ট বেঙ্গল এএনএম (আর) এমপ্লয়িজ সোসাইটির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের মোহনানন্দা স্কুলে আয়োজিত এই সম্মেলনে ছিলেন রাজ্য সম্পাদিক রেখা সাহু, রাজ্য সভানেত্রী অঞ্জু দাস প্রমুখ। সম্মেলনে নার্সদের বিভিন্ন সমস্যা-অসুবিধা নিয়ে আলোচনা হয়। নেতৃত্বের বক্তব্য, এক দিকে অর্থনৈতিক বঞ্চনা, অন্য দিকে সীমাহীন কাজের চাপ থেকে মুক্ত হতেই সংগঠন গড়া হয়েছে। নানা দাবিতে সংগঠনের পক্ষ থেকে ২-৩ বছর ধরে লড়াই চালানো হচ্ছে। স্বাস্থ্য ভবনে প্রশাসনিক কর্তাদের কাছে এই সব দাবির প্রেক্ষিতে বারেবারে আশ্বাস মিললেও কার্যকরী কোনও পদক্ষেপ করা হয়নি। সম্মেলনের মধ্য দিয়ে এ দিন জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৮ জনের কমিটির সম্পাদিকা হয়েছেন পুতুল দাস। সভানেত্রী হয়েছেন মঞ্জু পাত্র।

জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। রবিবার দাঁতন ১ ব্লকের নিমপুর বরঙ্গি হাইস্কুলের ঘটনা। এ দিন বরঙ্গি বাসস্ট্যান্ডে একটি সভাও করে তারা। গত কয়েক দশক ধরে এই স্কুলে ক্ষমতায় ছিল বামেরা। এ বার তাঁদের অভিযোগ, মনোনয়নপত্র তোলার দিন তৃণমূল সশস্ত্র জমায়েত করে বাম প্রার্থীদের বাধা দিয়েছিল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.