চোরাই গাছভর্তি একটি ট্রাক্টর আটক করল বন দফতরের বোলপুর রেঞ্জ। রেঞ্জার অনিল চট্টোপাধ্যায় বলেন, “শনিবার বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বালিপাড়া রাস্তায় কাটাগাছ ভর্তি ওই ট্রাক্টর আটক করা হয়েছে। বনদফতরের নিয়ম অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, গত রবিবারই কালীগঞ্জ আদিবাসী পাড়া লাগোয়া বিশ্বভারতীর জায়গা থেকে সোনাঝুরি, বনশিরীষ, অর্জুন-সহ প্রায় শতাধিক গাছ চুরি গিয়েছিল। এ দিনের উদ্ধার হওয়া গাছগুলিই ওই চুরি যাওয়া গাছ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বন দফতর ও বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, শনিবার বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীদের প্রথম ওই ট্রাক্টরটি নজরে পড়ে। বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বলেন, “পাচারকারীরা যখন ওই ট্রাক্টরে চোরাই গাছগুলি পাচারের চেষ্টা করছিল, তখন তা নিরাপত্তারক্ষীদের নজরে আসে। ট্রাক্টরটিকে আটক করতে পারলেও পাচারকারীরা পালিয়েছে।” এ দিকে, এক সপ্তাহ কেটে গেলেও বিশ্বভারতীর শতাধিক গাছ চুরির ঘটনায় কেউ ধরা না পড়ায় ক্ষোভ দেখা দিয়েছে পুলিশের ভূমিকায়। বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরির দাবি, “গাছ চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে দলছুট এক দাঁতালের আক্রমণে জখম হয়েছেন এক যুবক। সঞ্জয় সিংহ মুড়া নামে ওই যুবক ঝালদা থানা এলাকার হেঁসাহাতু গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় ফুটবল দেখে সাইকেলে গ্রামে ফিরছিলেন। তখনই দাঁতালের মুখোমুখি পড়ে যান। রাতে স্থানীয় মানুষজন সঞ্জয়কে উদ্ধার করে প্রথমে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। রবিবার তাঁকে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। ঝালদার রেঞ্জার মানিকচন্দ্র রায় জানান, যুবকের ডান পা ভেঙেছে। বন দফতর চিকিৎসায় সাহায্য করবে। |
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রবিবার বাসন্তীর নফরগঞ্জের বিরিঞ্চি বাড়ির চাল ধোয়া এলাকায় ‘সেভিং টাইগার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দরবনের মানুষের মধ্যে বাঘ নিয়ে সচেতনতা বাড়াতে এক পদযাত্রাও করা হয়। যে সমস্ত মহিলা নদীতে কাঁকড়া ধরতে যান তাঁদের হাতের কাজ শিখিয়ে স্বনিভর্র করতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
|
নিলাম হবে ৭ ফুট উঁচু ও ১১ ফুট লম্বা ১০০ বছরের পুরনো একটি সংরক্ষিত আফ্রিকান হাতি। এটি এতই বড় ও ভারী যে পুরনো বাড়ি ভেঙে ক্রেনে করে বের করা হয় এটিকে।
|
দু’টি ময়াল-সহ ৪টি সাপ উদ্ধারের পাশাপাশি পাচারের অভিযোগে পাঁচ জনকে ধরেছে পুলিশ। শনিবার রাতে ইসলামপুর থানার পাইকারি বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
|
মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্য থেকে, নদী পার হয়ে একটি গন্ডার কামরূপের শুয়ালকুচি এলাকায় চলে এসেছে। রাত অবধি সে শুয়ালকুচি এলাকাতেই রয়েছে। গন্ডারকে ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। খবর পেয়ে সেখানে পৌঁছেছেন বনকর্মীরাও। |