বহু ব্র্যান্ডের খুচরো বিপণনে বিদেশি লগ্নির দরজা খোলার সিদ্ধান্তই টাকাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এই ক্ষেত্রে ৫১% বিদেশি লগ্নিতে কেন্দ্র সম্প্রতি সায় দেওয়ায় শুক্রবারই ডলারে টাকার দাম গত পাঁচ মাসে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে বলে আজ এখানে মন্তব্য করেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর আনন্দ সিংহ।
কেন্দ্রের আর্থিক সংস্কারের এই প্রতিশ্রুতি যে বৈদেশিক মুদ্রার বাজারে ছাপ ফেলেছে, টাকার দাম বাড়া থেকেই সেই ইঙ্গিত মিলেছে বলে সিংহ জানান। শুক্রবার এক ডলারের দাম দিনের এক সময়ে ৫২.৪৯ টাকা ছুঁয়েছে। এটাই ৫ মাসে টাকার সর্বোচ্চ দর। বাজারে ডলারের জোগান বিপুল পরিমাণে বাড়ায় টাকার দাম চড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। সিংহ জানান, এটা দেশে বাজারের প্রতি লগ্নিকারীদের আস্থা ফেরার ইঙ্গিত। গত জুনে টাকা নেমে যায় ঐতিহাসিক নীচে। প্রতি ডলারে দাম দাঁড়ায় ৫৭.১৫ টাকা। তবে শেষ পর্যন্ত ভারত কী পরিমাণ বিদেশি লগ্নি টানতে পারবে, তার উপরই নির্ভর করবে অর্থনীতির ভবিষ্যৎ।
আর্থিক স্থিতি ও অর্থনীতির উপর নজরদারি সংক্রান্ত সভায় যোগ দিতেই সিংহ এখানে এসেছেন। এ দিন শেয়ার বাজার প্রসঙ্গও তোলেন তিনি। সংস্কারের সাহসী পদক্ষেপ সেনসেক্সকেও গত ১৪ মাসে সবচেয়ে উপরে নিয়ে যেতে সাহায্য করেছে বলেও তাঁর মত। সেনসেক্স শুক্রবার ছুঁয়েছে ১৮,৭৬২.৭৪ পয়েন্ট।
সিংহের দাবি, মূলত মূল্যবৃদ্ধিতে রাশ টানতে এত দিন সুদ কমাতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক। ৩০ অক্টোবর তারা ফের ঋণনীতি পর্যালোচনা করবে। |