টুকরো খবর |
এ বার কেট বটমলেস
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের স্ত্রী কেটের ‘টপলেস’ ছবির কেচ্ছাকে আরও উস্কে দিতে ‘বটমলেস’ ছবি প্রকাশ করতে চলেছে এক ডেনমার্কের এক পত্রিকা। ওই পত্রিকাটি ষোলো পাতার এক বিশেষ সংখ্যায় শুধু কেটের ছবিই ছাপতে চলেছে। যার মধ্যে তিনটে ছবিই ‘বটমলেস’। পত্রিকার সামনের পাতাতেই অর্ধনগ্ন কেট, তাঁর নীল বিকিনি বদলে নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিগুলোর চারপাশের চিত্র একই রকম। দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন রাজকুমার ও তাঁর স্ত্রী। সেখানে একটি মধ্যযুগীয় ফরাসি দুর্গে নিভৃতে সময় কাটাচ্ছিলেন তাঁরা। তখন কোনও একদিন রৌদ্রস্নান করার সময় প্রায় ২০০টি ছবি তোলা হয়েছে। আর তাতেই একের পর এক স্বল্পবসনা কেটের ছবি ধরা পড়েছে। ওই পত্রিকার প্রধান সম্পাদক জানিয়েছেন, এই ছবি ছাপার পরে আইনি হুমকি যে আসতে পারে, তা তিনি জানেন। তবে তা নিয়ে তিনি একটুও বিচলিত হননি। তিনি বলেন “প্রথম সারির এক সেলিব্রিটির এমন ছবি পাওয়া গিয়েছে। ছাপতে তো হবেই। এটাই তো আমার কাজ!”
|
সৌরঝড়ের মুখে পৃথিবী
নিজস্ব প্রতিবেদন |
ঝড় উঠেছে সূর্যে। আর সেই সঙ্গে হঠাৎ করেই যেন বেড়ে গিয়েছে তার ঔজ্জ্বল্য। উজ্জ্বল ওই অংশটা থেকে ঠিকরে বেরিয়ে আসছে আয়নিত গ্যাসের কুণ্ডলী (কোরোনাল মাস ইজেকশন)। যার লক্ষ্য পৃথিবী। এমনই এক দৃশ্য ধরা পড়ল নাসার দূরবীক্ষণ যন্ত্রে। গবেষকরা বলছেন সেকেন্ডে ১১২০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে আয়নিত গ্যাসের কণা। তাঁদের হিসেব বলছে, আগামী শনিবারের মধ্যেই পৃথিবী-চত্বরে ঢুকে পড়বে তারা। সাধারণত এ রকম সৌরঝড় উঠলে দিন তিনেকের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাব পড়ে। কিন্তু এ বারের বিপর্যয় তুলনায় কমজোরি। পূর্ব অভিজ্ঞতা থেকে নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী-চত্বরে এক বার ঢুকে পড়লে সাধারণত মেরু অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়। তা ছাড়া, বৈদ্যুতিন যন্ত্রপাতি, কৃত্রিম উপগ্রহ মারফত যোগাযোগ ব্যবস্থা সাময়িক বিপর্যয়ের মুখে পড়তে পারে।
|
রেহমানের হাজিরা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
দ্বৈত নাগরিকত্ব মামলায় পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই প্রশ্নে তাঁর সেনেটের পদ খারিজ হয়।
|
চাভেসের বিশ্বাস
সংবাদসংস্থা • কারাকাস |
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেসের বিশ্বাস, ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি এবং নির্বাচিত হলে আরও ৬ বছর তিনি দেশের শাসনভার চালাতে পারবেন।
|
নিহত চার
সংবাদসংস্থা • কাবুল |
এক আফগান সেনার গুলিতে নিহত হলেন ২ মার্কিন সেনা এবং ২ আফগান সেনা। এই নিয়ে দু’হাজার মার্কিন সেনা নিহত হলেন আফগানিস্তানে।
|
প্রেমিককে খুন
সংবাদসংস্থা • সান জুয়ান |
রাগের বশেই প্রেমিককে খুন করলেন প্রেমিকা। ফেসবুক পোস্ট নিয়ে আপত্তি জানানোর জন্যই এই পরিণতি হল ২৫ বছরের যুবকটির।
|
পছন্দ ছাপা বই
সংবাদসংস্থা • লন্ডন |
ই-বইয়ের তুলনায় ছাপা বই ই পছন্দ তাঁর। জানালেন জে কে রোওলিং। তাঁর মতে ছাপা বই পড়ার মধ্যে লুকিয়ে থাকে এক রোমাঞ্চকর অনুভূতি।
|
রাজনৈতিক সংস্কার
সংবাদসংস্থা • লন্ডন |
নির্বাচিত হলে ২০১৫-এ মায়ানমারের প্রেসিডেন্ট হতে পারেন সু চি, জানালেন বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন। সম্প্রতি সেইন দেশে রাজনৈতিক সংস্কার শুরু করেছেন।
|
ক্রুজের সম্পর্ক
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
গভীর রাতে বন্ধুদের বাড়িতে গেলেও এখনই কোনও সম্পর্কে জড়াতে রাজি নন টম ক্রুজ। কোনও রহস্যময়ীও নেই তাঁর জীবনে, জানায় একটি পত্রিকা।
|
গলা কেটে খুন
সংবাদসংস্থা • ব্রাসেলস |
শত্রুতার বশেই গলা কেটে খুন করা হল বেলজিয়ামের এক শিখ পরিবারের চার সদস্যকে। স্ত্রী ও তিন সন্তানের মৃত দেহ উদ্ধার করেন বাড়ির কর্তা যশবীর সিংহ। |
|