রাজ্যে লালবাতির যথেচ্ছ ব্যবহার নিয়ে ফের রাজ্যকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট।
যে ভাবে বিভিন্ন পদাধিকারীর নিকট আত্মীয়েরা লালবাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বাজার করছেন, নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন তা নিয়ে এ দিন রাজ্য সরকারকে হাইকোর্ট কটাক্ষ করেছে। তাদের মন্তব্য, যাঁদের লাল আলো ব্যবহার করার কথা তাঁরা শুধু কাজের সময়ে লাল আলো ব্যবহার করতে পারেন। কিন্তু বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগত কাজেও ব্যবহার করছেন লালবাতি। যাঁদের ব্যবহার করার কথা নয়, তাঁরাও পুলিশের সামনে দিয়ে লালবাতি জ্বালিয়ে চলে যাচ্ছেন।
ক্ষুব্ধ হাইকোর্ট মঙ্গলবার রাজ্য সরকারের কাছে জানতে চায়, লালবাতির অপব্যবহার করার জন্য গত এক বছরে কত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাতে কত জনের শাস্তি হয়েছে। আদালতের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে হলফনামা দিয়ে রাজ্য পুলিশের ডিজি (ট্রাফিক) এবং কলকাতার ডিসি (ট্রাফিক)-কে এই তথ্য জানাতে হবে। লালবাতির অপব্যবহার নিয়ে দায়ের করা মামলাটির সূত্রে এ দিন এই নির্দেশ দিয়েছে বিচারপতি অসীম রায় ও বিচারপতি প্রসেনজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ।
শুনানির সময় বিচারপতি অসীম রায়ের মন্তব্য, অনেক সময় দেখা যায় ভিআইপি-র স্ত্রী লালবাতি লাগানো গাড়ি নিয়ে ‘শপিং’ করছেন। তাঁদের আত্মীয়স্বজনেরাও লালবাতি জ্বালিয়েই ঘুরে বেড়াচ্ছেন। গাড়িতে লালবাতি লাগিয়ে কোনও রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনিক কর্তা (যাঁদের লালবাতি লাগানোর নিয়ম নেই) যদি রাস্তা দিয়ে যান তবে কোনও পুলিশকর্মীর সেই লাল আলো খোলার ক্ষমতা রয়েছে কি না, এ দিন শুনানির সময়ে সেই প্রশ্নও ওঠে।
নিয়ম অনুযায়ী, লালবাতি ব্যবহার করার অধিকারীরাও ব্যক্তিগত কাজে তা ব্যবহার করতে পারেন না। তিনি বা তাঁর পরিবারের কেউ ব্যক্তিগত কাজে ওই গাড়ি ব্যবহার করলে লালবাতি কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। বিচারপতির বক্তব্য, এই নিয়ম অমান্য করার সংখ্যা ক্রমাগত বাড়ছে। রাজ্যের পরিবহণ সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা এ দিন আদালতে হলফনামা দিয়ে জানান, কোন কোন পদাধিকারী লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে এই মার্চে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৩৪ রকমের পদে থাকা বিশিষ্টেরা লালবাতি লাগানো গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। ওই গাড়ি কখন ব্যবহার করা যাবে, সেই নিয়মের অপব্যবহার করলে কী শাস্তি হবে, বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
|
অনিয়ম যে পথে |
• অধিকার ছাড়াই গাড়িতে লালবাতি
• পরিবারের লোকেরাও জ্বালাচ্ছেন
• ব্যক্তিগত কাজে ব্যবহার |
• কখনওই থাকে না কালো কাপড়
• ব্যবস্থা নিতে পারেন না সাধারণ পুলিশকর্মী
• সচেতন নন সাধারণ মানুষ |
|
হাইকোর্ট নিযুক্ত আদালত বান্ধব জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, লালবাতির অপব্যবহার ক্রমাগত বাড়ছে। কারা গাড়িতে লালবাতি লাগাতে পারেন এবং কখন তা ব্যবহার করতে পারেন এই বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন করা প্রয়োজন। তা হলে সাধারণ মানুষও লালবাতির অপব্যবহার দেখলে পুলিশকে জানাতে পারবেন।
শুনানির পরে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, লালবাতি ব্যবহারের নিয়ম কী এবং কারা কারা ওই গাড়ি ব্যবহার করতে পারবেন, তা রাজ্য থেকে প্রকাশিত সব সংবাদপত্রের প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। নিয়ম ভাঙলে ট্রাফিক আইনে এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী শাস্তি হবে তা-ও ওই বিজ্ঞাপনে জানাতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। |