টুকরো খবর |
আয়লার চাল বিলি নিয়ে আরএসপি-তৃণমূল সংঘষর্
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
আয়লায় ক্ষতিগ্রস্তস্তদের চাল বিলি নিয়ে বাসন্তীতে আরএসপি-তৃণমূলের সংঘর্ষে জখম হলেন ১৭ জন। আহতদের বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। সোমবার ওই ঘটনায় জড়িত অভিযোগে আরএসপি-র এক পঞ্চায়েত প্রধান-সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই। পুলিশ জানায়, এ দিন সকালে বাসন্তীর ফুলমালঞ্চর ওস্তাগর পাড়ায় আয়লায় ক্ষতিগ্রস্তদের চাল বিলি হচ্ছিল। আরএসপি-র অভিযোগ, সেই সময় তৃণমূলের লোকজন ঝামেলা করে। স্থানীয় কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের প্রধান মোজাম মোল্লা চাল বিলি বন্ধ হওয়ার কারণ জানতে চাইলে দু’পক্ষে বচসা বাধে। তখন বিরোধ মিটলেও সন্ধ্যায় খালেকের মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই সময় মোজামকে রাস্তায় হেনস্থা করা হলে দু’পক্ষে মারামারি বেধে যায়। বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরএসপি-র মিন্টু ইসলাম বলেন, “আয়লার চাল বিলির সময় তৃণমূলের ঝামেলায় তা বন্ধ হয়। পরে বিক্ষোভ দেখানোর নামে আমাদের কর্মীদের মারধর করে। আমাদের ৮ জন জখম হন।” তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বক্তব্য, “ওরা চাল বিলি নিয়ে অনিয়ম করছিল। প্রতিবাদ করায় আমাদের লোকজনদের মারধর করে। দলের ৯ জন কর্মী জখম হন।” |
নিম্নমানের চাল বিলির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠেছে হিঙ্গলগঞ্জের মালোপাড়ার এক ডিলারের বিরুদ্ধে। মঙ্গলবার এলাকার বাসিন্দারা ওই চাল নিয়ে বিডিও-র দফতরে যান। বিডিও ডিলারকে ডেকে মাটি এবং কাঁকর ভরা চাল কী ভাবে মানুষকে দেওয়া হল তা জানতে চান। এরপরে বিডিও-র পরামর্শ মেনে স্থানীয় বাসিন্দারা ওই চাল বিডিওকে ফেরত দিয়ে দেন। হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিৎ বসু বলেন, “পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় ডিলার গ্রামবাসীদের যে চাল দিয়েছিলেন তা খাওয়ার অযোগ্য। কী ভাবে ওই চাল দেওয়া হল তা সংশ্লিষ্ট ডিলারের কাছে জানতে চেয়ে তাকে চাল ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে ফুড ইন্সপেক্টরের রিপোর্টও চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” |
রেল অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সময়ে ট্রেন চালানো এবং অতিরিক্ত ট্রেনের দাবিতে রেল অবরোধ করলেন গ্রামবাসীরা। পূর্ব রেলের শিয়ালদহ-ক্যানিং শাখার তালদি স্টেশনে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৯টা পর্যন্ত বিক্ষোভ চলে। পরে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধাকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্যানিং শাখায় প্রায় এক ঘণ্টা অন্তর ট্রেন চলাচল করে। অধিকাংশ সময়েই নির্দিষ্ট সময়ের অনেক পরে ট্রেন আসে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “অবরোধকারীদের দাবি খতিয়ে দেখা হচ্ছে।” |
অস্বাভাবিক মৃত্যু কিশোরীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সুমিত্রা নস্কর (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় জয়নগরের থানার নতুনহাট এলাকার বাসিন্দা সুমিত্রা মোটরভ্যানে দক্ষিণ বারাসত যাচ্ছিল। হঠাৎই তার সালোয়ার কামিজের ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে যায়। গলায় ওড়নার ফাঁস লেগে ভ্যানে নিথর হয়ে পড়ে সুমিত্রা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওড়নার ফাঁসে শ্বাসরোধ হয়ে সুমিত্রার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। |
সহপাঠীকে ছুরি, অভিযুক্ত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
সপ্তম শ্রেণির এক ছাত্রকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল তার এক সহপাঠীর বিরুদ্ধে। শৌভিক দাস নামে গুরুতর জখম ওই ছাত্র কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। শনিবার সন্ধ্যায় গোপালনগর থানার হরিশপুরে ঘটনাটি ঘটে। দুই ছাত্রই স্থানীয় পাল্লা এলাকার একটি স্কুলে পড়ে। রবিবার জখম ছাত্রের পরিবারের তরফে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। |
ছাত্রীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
অস্বাভাবিক মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রীর। নাম সুপ্রিয়া বল্লভ (১৫)। ঘটনাটি হাবরার আস্রাফাবাদ-মধ্য হাড়িয়া এলাকার। সোমবার বিকেলে দাদুর বাড়িতে ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলতে দেখা যায়। |
‘মত্ত’ চালক ধৃত |
মত্ত অবস্থায় স্কুলগাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেফতার হলেন চালক। মঙ্গলবার, বারাসতের ডাকবাংলো মোড়ে স্কুলগাড়ির সঙ্গে ভ্যানরিকশার সংঘর্ষ হয়। পুলিশ জানায়, তিন পড়ুয়া ছিল ওই গাড়িতে। স্কুলগাড়ির চালককে মত্ত অবস্থায় দেখে স্থানীয়েরা তাঁকে পুলিশে দেন। স্কুলগাড়িটি আটক হয়েছে। |
দুষ্কৃতীরা অধরা |
২৪ ঘণ্টা পরেও নিমতায় ডাকাতির ঘটনার কিনারা হল না মঙ্গলবারও। তদন্তকারীদের দাবি, সোমবার ৩টি বাড়িতে লুঠে স্থানীয় দুষ্কৃতীরাও ছিল। বেলঘরিয়ার এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “খোয়া যাওয়া মোবাইল নম্বর ধরেও খোঁজার চেষ্টা হচ্ছে।” |
ফের ‘শ্লীলতাহানি’ |
বারুইপুরের রামকৃষ্ণপল্লিতে নিহত সিপিএম নেতার স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। সন্ধ্যায় থানায় অভিযোগ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। |
গলায় ব্লেড |
দীর্ঘদিন বিচার না-হওয়ায় বারাসত আদালতের লক-আপে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করল দুই বন্দি। মাদক মামলায় ধৃত ওই দু’জনের নাম বিকি ও সাদ্দাম। |
|