টুকরো খবর
দগ্ধ মহিলার মৃত্যু, ভাঙচুর কৃষ্ণনগরে
এক মহিলার আগুনে পুড়ে মৃত্যুর ঘটনার পর তার শ্বশুরবাড়িতে ভাঙচুর চালাল কয়োকশো গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালেই পুলিশ অবশ্য মৃত মহিলার স্বামী মিহির নাগকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “মৃত মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি ভাঙচুরের ঘটনাতেও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে।”
শিমুলতলায় তোলা —নিজস্ব চিত্র।
পুলিশের লাঠি চালানোর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি। সোমবার দুপুরে কৃষ্ণনগরের শিমুলতলা মাঠপাড়ার বাসিন্দা অনিতা নাগ (২৪)-কে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁর প্রতিবেশীরা শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। অদ্নিদগ্ধ অনিতা দেখে পড়শিরা ছুটে গেলেও সেই সময়ে বাড়ির কাউকেই দেখা যায়নি। এ দিন তারই জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা চড়াও হন ওই বাড়িতে। তার আগেই অবশ্য বাড়ি ছেড়ে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। উত্তেজিত গ্রামবাসীরা হাতুড়ি-গাঁইতি দিয়ে ভাঙচুর চালায়।

দেহ উদ্ধার
পিক আপ ভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম হরি প্রামাণিক (৩৪)। বাড়ি রানাঘাটের আন্দুলিয়ার বিনপাড়া এলাকায়। মঙ্গলবার ভোরে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোর নাগাদ চাকদহের ৫২ নম্বর রেলগেটের কাছে একটি পিক আপ ভ্যানকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সন্দেহবশত তারা গাড়িটির কাছে গিয়ে প্রাথমিকভাবে দেখেন চালক বা খালাশি কেউই নেই। তারপর তারা গাড়ির পিছনের দিকে মাছের ক্যারেট চাপা দেওয়া একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চাকদহ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃতের গলায় একটা চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “মৃতদেহটি তার পরিবারের লোকজন শনাক্ত করেছে। তিনি মাছের কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে খুনের কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”

ব্যবসায়ী খুন
এক ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কামাল মণ্ডল (৪৫)। বাড়ি ডোমকল শহরে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ স্থানীয় এক নার্সিংহোমের মালিক ওই ব্যক্তি ডোমকল থেকে আমতলার দিকে যাচ্ছিলেন। রাস্তার মাঝে ডোবাগ্রামে কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি আটকে এলোপাথারি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তিনি মারা যান। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নার্সিংহোমের মালিকানা নিয়ে গন্ডগোলের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এসডিপিও দেবর্ষি দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। দোষীদের হদিস পেতে তদন্ত শুরু হয়েছে।”

তড়িদাহত
সুতি থানার মালোপাড়ায় ৬ বছরের এক বালকের মৃতদেহ মিলল সোমবার বিকেলে। মৃতের নাম সামীম মহালদার। বাড়ি থেকে ৫০ মিটার দূরে একটি বাগানে ঝোপ-জঙ্গলের মধ্যে তার মৃতদেহ পড়েছিল। পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই বালকের। হুকিং করে কেউ বিদ্যুৎ চুরি করার সময় সেই তার ঝোপের মধ্যে পড়েছিল। শিশুটি ঝোপের মধ্যে গেলে ওই বিদ্যুতের তারে তার পা পড়ে। তাতেই সে মারা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

স্কুল নির্বাচন
নদিয়ার গাংনাপুরের বৈদ্যপুর হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস ৪টি এবং তৃণমূল কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছে। বাদফুল্লার খামার শিমুলিয়া হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই তৃণমূল জয়ী হয়েছে। রবিবার ওই নির্বাচন হয়।

জিতল তৃণমূল
নদিয়ার গাংনাপুরের সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ৬০টি আসনের মধ্যে ৫২টি আসন পেয়েছে তারা। অন্যদিকে চাকদহের সুটরা সমবায় সমিতির নির্বাচনেও জিতেছে তৃণমূল কংগ্রেস। রবিবার ওই দু’টি সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাজা ঘোষণা
গণধর্ষণের অভিযোগে মঙ্গলবার তিন জনকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন কল্যাণী মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক (দ্বিতীয়) কোর্টের বিচারক অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। সরকার পক্ষের আইনজীবি শান্তনু ভৌমিক বলেন, “২০১০ সালের ১৭ জানুয়ারি সন্ধ্যায় চাকদহের কৌতুকপুরে এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে কালীচরণ মুর্মূ নামে ওই যুবক। তাকে সাহায্য করে গোপাল মান্ডি ও প্রদীপ মুর্মু নামে অপর দুই যুবক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.