১৯৫৩ সালে মুর্শিদাবাদ গণনাট্য সংঘের সম্মলনে শেক্সপিয়ারের ‘মার্চেন্ট অফ ভেনিস’-এর কাহিনি সৈয়দ মুস্তাফা সিরাজের জাদুস্পর্শে বাংলার সুদখোর মহাজনদের শোষক চরিত্র জীবন্ত রূপ পেয়েছিল লোকনাট্য আলকাপের আসরে। ‘শ্রদ্ধায়-স্মৃতিতে সিরাজ’ শিরোনামে স্মরণ অনুষ্ঠানে উঠে এল ওই প্রসঙ্গ। বহরমপুর গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের বহরমপুর শাখা আয়োজিত গত রবিবারের ওই অনুষ্ঠানে সিরাজের সাহিত্য ও জীবন নিয়ে আলোচনা করেন সাহিত্যিক শেখর বসু ও অমর মিত্র। স্মৃতিচারণা প্রয়াত লেখকের দুই ভাই, সৈয়দ খালেদ নৌমান ও সৈয়দ হাসমত জালাল। আবসরপ্রাপ্ত অধ্যাপক মৃণালকান্তি চক্রবর্তীর সভাপতিত্বের ওই অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সমীরবরণ দত্ত ও মদনমোহন মণ্ডল, কবি অশোক দাস। মুস্তাফা সিরাজকে নিয়ে তথ্যচিত্রও প্রদর্শিত হয়। গত মঙ্গলবার কথায়-গানে-কবিতায় সদ্য প্রয়াত লেখককে স্মরণ করে নামু কান্দি হাইস্কুলের শিক্ষকশিক্ষিকা ও পড়ুয়ার। ওই অনুষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যে উঠে এসেছে ব্যক্তি ও সাহিত্যিক সিরাজ প্রসঙ্গ। গত সোমবার সকালে কান্দি বিবেকানন্দ আশ্রম কর্তৃপক্ষ প্রয়াত কথাকারকে স্মরণ করল।
|
‘তেত্রিশোর নবীন’ উপলক্ষে গত সোমবার শুরু হওয়া তিন দিনের নাট্যোৎসব শেষ হবে আজ বুধবার। ‘সৈয়দাবাদ নবীন নাট্যসংস্থা’ আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধন করেন কলকাতার ‘মিউনাস’ নাট্যদলের কর্ণধার উৎসব দাস। ‘মোহিত চট্টোপাধ্যায়ের নাট্য ভাবনা’ বিষয়ে আলোচনা করেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী সন্ধ্যায় মিউনাসের নাটক ‘লজ্জা’ বহরমপুর রবীন্দ্রসদনে মঞ্চস্থ হয়। পর দিন মঙ্গলবার কলকাতার ‘কাল প্রতিমা’ মঞ্চস্থ করে মোহিত চট্টোপাধ্যায়ের নাটক ‘ঢিসুম ঢিসুম’ ও নাট্যোৎসবের আয়োজক ‘সৈয়দাবাদ নবীন নাট্যসংস্থা’ মঞ্চস্থ করে নাটক ‘মোহিত চট্টোপাধ্যায়’। আজ বুধবার হুগলির ‘চণ্ডীতলা প্রম্পটার’ গোষ্ঠী মঞ্চস্থ করবে ‘পুরাতন ভৃত্য’ ও ‘সিউড়ি আত্মজ’ মঞ্চস্থ করবে ‘মোল্লা নাসিরুদ্দিন’।
|
|
কৃষ্ণনগরে সপ্তসুরের ‘আমার দুর্গাঠাকুর’। নিজস্ব চিত্র। |
|
শনিবার বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থে ‘ছাপাখানার গলির’র নবম মাসিক পাঠচক্রে জ্ঞানদানন্দিনী দেবীর স্মৃতিকথা ‘পুরাতনী’ নিয়ে আলোচনা করেন ঋতা চট্টোপাধ্যায়। রমাপ্রসাদ ভাস্কর আলোচনা করেন পন্ডিত অরুণ ভাদুড়ির ‘গান আমার পরশমণি’ গ্রন্থটির উপর। কমাণ্ডার ধীরেন্দ্র সিংহ জাফারের লেখা গ্রন্থের বিশ্বদেব গুহ কৃত অনুবাদ গ্রন্থ ‘একই জাতি তিনটি দেশ’ ও বরিস পালেভরের লেখা ‘মানুষের মতো মানুষ’ নামের গ্রন্থ দু’টি নিয়ে আলোচনা করেন মৃণাল নন্দী। ওই অনুষ্ঠানে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘অসুখের কবিতা’ প্রকাশিত হয়। সম্প্রতি বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে শুভঙ্কর চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা রোদরং-এর বর্ষা সংখ্যা।
|
গত শনিবার বহরমপুর ফিল্ম সোসাইটির প্রেক্ষাগৃহে ‘ষষ্ঠবর্ষ গৌতমবিকাশ চক্রবর্তী স্মারক বক্তৃতা’ দেন বিশিষ্ট চলচ্চিত্র বিশ্লেষক ধীমান দাসগুপ্ত। বক্তৃতার বিষয় ‘ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরঃ সিনেমার ভবিষ্যৎ’। দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহের ওই অনুষ্ঠানে অন্নদাশঙ্কর রায়ের উপর কে জি দাস পরিচালিত তথ্যচিত্র দেখানো হয়। তার পর দেখানো হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘মুক্তধারা’। |