টুকরো খবর
ঘাটালে শিক্ষককে শো-কজ
বনধের দিন স্কুলে আসায় সহকর্মীকে জুতো দিয়ে মারার ঘটনায় জড়িত শিক্ষককে ‘শো-কজ’ করলেন স্কুল পরিদর্শক। মঙ্গলবার সোনাখালি চক্রের স্কুল পরিদর্শক (প্রাথমিক) প্রীতম সরকার বলেন, “ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সুদর্শন সাউকে শো-কজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”গত বৃহস্পতিবার দাসপুর ২ ব্লকের চক সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে স্কুলে এসেছিলেন শান্তনু দে। অভিযোগ, বনধের দিন স্কুলে আসার ‘অপরাধে’ ওই স্কুলেরই অন্য এক সহ-শিক্ষক সুদর্শন সাউ এক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সামনেই শান্তনুবাবুকে জুতো দিয়ে মারেন। ঘটনার পরেই শান্তনুবাবু লিখিতভাবে ঘটনাটি স্থানীয় বিডিও অরূপ মণ্ডল, স্কুল পরিদর্শক এবং থানায় জানান।

বধূ নির্যাতন, ধৃত শাশুড়ি-জা
পণের দাবিতে বধূকে নির্যাতনের অভিযোগে শাশুড়ি ও জাকে গ্রেফতার করল পুলিশ। এগরা থানা এলাকার কাথগঞ্জ গ্রামের বাসিন্দা ধৃত পরী বর ও লক্ষ্মী বরকে মঙ্গলকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরা থানা এলাকার নস্করপুর গ্রামের পিঙ্কির সঙ্গে কাথগঞ্জের মনোরঞ্জন বরের বিয়ে হয় বছর খানেক আগে। সম্প্রতি পিঙ্কি কাঁথি এসিজেএমের কাছে অভিযোগ জানান, বিয়ের পর তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা। আদালতের নির্দেশে সোমবারই মামলা রুজু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাঁচজন পলাতক।

গ্রেফতার যুবক
নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এগরা থানা এলাকার উল্টাবাদ গ্রামের বাসিন্দা ধৃত পিন্টু শীটকে মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে শ্লীলতাহানি করে ওই যুবক। ওই নাবালিকার বাবা গত ১৪ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। তার পরই পুলিশ গ্রফতার করে পিন্টুকে।

স্মারকলিপি
এগরায় বামেদের গণ ডেপুটেশন। —নিজস্ব চিত্র।
একগুচ্ছ দাবিতে মঙ্গলবার এগরা মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল বামপন্থী সংগঠনগুলি। সিপিআই, সিপিএম, আরএসপি, এসপি ও ডিএসপি দলের তরফে উপস্থিত ছিলেন নিরঞ্জন সিহি, প্রশান্ত প্রধান, চক্রধর মেইকাপ, সুব্রত পণ্ডা প্রমুখ। সমর্থকদের নিয়ে এগরা শহরে মিছিল করেন তাঁরা। সার ও অন্যান্য কৃষি উপকরণ-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, খেত মজুরদের সারা বছর কাজ ও সম্মানজনক মজুরি দেওয়া-সহ নানা সমস্যা সমাধানের দাবি জানানো হয়। মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “দাবিগুলি দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

দেহ উদ্ধার
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ। মঙ্গলবার মহিষাদলের জগন্নাথপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম শেখ নুরজামান (৫৫)। পুলিশের অনুমান পেশায় শ্রমিক ওই ব্যক্তি মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.