পূর্বে মুখ্যমন্ত্রীর সফর পিছল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে আসার নির্ধারিত দিন পিছল। জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রীর জেলায় আসার কথা ছিল আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর। তা বদলে আগামী ৮ ও ৯ অক্টোবর দু’দিন ব্যাপী জেলা সফরে আসবেন তিনি।
তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী মঙ্গলবার বলেন, “দিল্লি-সহ আরও কয়েকটি রাজ্যে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে পূর্ব মেদিনীপুরে আসার দিন পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ ও ৯ অক্টোবর জেলায় একই কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।” |
|
নিমতৌড়ি প্রশাসনিক ভবনের মাঠে মুখ্যমন্ত্রী আসার প্রস্তুতিতে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। —নিজস্ব চিত্র। |
জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ ও ২৯ সেপ্টেম্বর জেলায় আসার কর্মসূচি বেশ কিছুদিন আগেই নির্ধারিত হয়েছিল। কিন্তু কেন্দ্র সরকার থেকে তৃণমূলের সমর্থন প্রত্যাহার ও রাজ্য মন্ত্রীসভা থেকে কংগ্রেসের মন্ত্রীদের পদত্যাগের পরে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা অক্টোবর দিল্লিতে দলের সাংসদের ধর্না কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন। দিল্লি ছাড়া আরও কয়েকটি রাজ্যে যাচ্ছেন তিনি। এছাড়া রাজ্য মন্ত্রীসভার শূন্য স্থানে নতুন মন্ত্রী মনোনীত করার প্রক্রিয়াও দ্রুত সেরে ফেলতে চান মুখ্যমন্ত্রী। এসব নিয়ে ব্যস্ততার জন্যই মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফর কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। |
|