রাফায়েল নাদাল গত কালই বিশ্ব র্যাঙ্কিংয়ে চার নম্বর নেমে গিয়েছেন। স্মরণকালের মধ্যে এই প্রথম। তার চেয়েও বড় কথা হাঁটুর চোটে উইম্বলডনের পরে তিন মাস র্যাকেট তোলেননি। রিহ্যাব চলছিল। ইদানীং জিম শুরু করেছেন। তবে এখনও বেশির ভাগ সময় কাটছে তাস-টাস খেলেই। বিখ্যাত ফরাসি ক্রীড়া দৈনিক ‘লে’কিপ’-কে বলেছেন, “কোর্টে ফিরবই। আরও অনেক বছর খেলব। তবে কবে ফিরব জানি না। পুরো ফিট না হয়ে ওঠা পর্যন্ত সেটা জানাও সম্ভব নয়।” এই মন্তব্যের পরেই টেনিসমহলে জল্পনা শুরু হয়েছে, নাদালকে কি নভেম্বরে দু’টো বড় টুর্নামেন্টে দেখা যাবে? এটিপি ট্যুর ফাইনাল (যেখানে আট জনের মধ্যে ফেডেরার, জকোভিচ, মারের সঙ্গে নাদালও কোয়ালিফাই করেছেন।) এবং স্পেন বনাম চেক ডেভিস কাপ ফাইনাল। |
১১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্মারক তাস নিয়ে রাফায়েল নাদাল। |
বিশ্বের ১০০ নম্বর প্লেয়ার রসোলের কাছে উইম্বলডনে হারের পর চোটের জন্য অলিম্পিক এবং যুক্তরাষ্ট্র ওপেন খেলেননি। কিন্তু অস্ট্রেলীয় ওপেন ফাইনাল, ফরাসি ওপেনে রেকর্ড সপ্তম খেতাব, ইউরোপিয়ান ক্লে কোর্টে হ্যাটট্রিক (বার্সেলোনা, রোম, মন্টেকার্লো) ফিট নাদালকে এ বছরও সমান ভয়ঙ্কর দেখিয়েছে। তাঁর ডাক্তার রুইজ কটোরো অবশ্য বলছেন, “রাফার চোটে অস্ত্রোপচারের দরকার কখনোই ছিল না। আর এক মাসের মধ্যে ও কোর্টে ফিরবে।”
১১ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল নন, তাঁর ডাক্তারের আশাবাদই পৃথিবী জোড়া অগুণতি নাদাল-ভক্তকে আপাতত ভরসা দিচ্ছে।
|
“নাদালের ফেরা নিয়ে আমি নিঃসংশয়। ও চিরদিনই চোটপ্রবণ প্লেয়ার। বছর তিন আগেও চোটের জন্য তার আগের বার জেতা উইম্বলডন খেতাব রক্ষা করতে নামতে পারেনি। বয়সটাও (২৬) ফেডেরারের মতো নয় যে, একবার কোর্টের বাইরে ছিটকে গেলে স্বমূর্তিতে ফেরাটা খুব কঠিন। তবে বয়স বেড়েছে বলে এখন চোট পেলে পুরো ফিট হতে বেশি সময় লাগছে। তবে পুরো ফিটনেস পেলে পুরনো নাদালকেই দেখব। প্রচণ্ড শক্তিশালী। দুর্দান্ত স্কিল। সহজে ফুরিয়ে যাওয়ার প্লেয়ার নয়। আমার ধারণা ওর ফেরার সময়টা পরের জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেনের আগে প্রস্তুতি টুর্নামেন্টে হবে। তবে নাদাল দেশের হয়েও খেলতে ভালবাসে। সে জন্য নভেম্বরের মাঝামাঝি ডেভিস কাপ ফাইনালে স্পেন টিমে ওকে দেখলেও অবাক হব না।” —জয়দীপ মুখোপাধ্যায় |
|