অভাবের গলি থেকে জাতীয় ফুটবলার তৈরির কারখানায়
ভাইচুং ভুটিয়াকে আদর্শ করে জীবনে এগোতে চান? সুব্রত পালের মতো গোলকিপার হওয়ার স্বপ্ন দেখেন? ভারতীয় ফুটবল জগতের তারা-নক্ষত্র হতে গেলে তা হলে একবার জামশেদপুর আসতেই হবে। ফুটবলের ‘গুরুকুল’ টাটা ফুটবল অ্যাকাডেমিতে। যেখানে পকেটের ওজন মাপা হয় না। শুধু দেওয়া হয় প্রতিভার যোগ্য মর্যাদা।
সেই টিএফএ-তে ঢুঁ মেরে যা-যা সংগ্রহ করা গেল, সেটা তুলে দেওয়া যাক। প্রত্যেক বছরে (ফেব্রুয়ারি-মার্চ) একবার ওপেন ট্রায়ালের ব্যবস্থা করা হয়। তা ছাড়া সুব্রত কাপ এবং ফেডারেশনের অনূর্ধ্ব-১৪ দল থেকে ৪০ জন সেরা প্রতিভা বেছে বিনামূল্যে ফুটবল শিক্ষার সুযোগ দেওয়া হয়। টিএফএ-র প্রধান কোচ ও চিমাদের এক সময়ের সতীর্থ বিজয় কুমার বলছিলেন, “একটা সময় শুভাশিস রায়চৌধুরি মুরগি কাটত। এক-দু’টাকা দিয়ে জুয়া খেলত। টিএফএ-তে থেকে আজ দেখুন ও কোথায় পৌঁছে গিয়েছে। সুবোধ কুমার নাগপুরের ফুটপাথে নিম দাঁতন বিক্রি করত। আজ ভাবুন তো কোথায়?” গল্প হলেও সত্যি!
প্রথম সিঁড়ি: ন্যূনতম বয়স ১৫, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি হতে হবে। শারীরিক গঠনে দেখা হয় তিনটে জিনিস
হাঁটু ‘লক’ হয়ে যায় কি না।
পায়ের পাতা ‘ফ্ল্যাট’ কি না।
গোড়ালির ওপর ভর দিয়ে দৌড়য় কি না।
পুনর্মিলন: টাটা ফুটবল অ্যাকাডেমিতে দীপক মণ্ডল, সুব্রত পাল,
মহেশ গাউলি ও শুভাশিস রায় চৌধুরি। জামশেদপুর। ছবি: প্রীতম সাহা
খাদ্য তালিকা: প্রতিদিন ৫০০০ ক্যালরি। রোজের তালিকায় রয়েছে-- মাখন ২৫ গ্রাম, জেলি ৫০ গ্রাম, দেশি মুরগির ডিম ২টি, দুধ হাফ লিটার, কর্নফ্লেক্স ২৫ গ্রাম, দই ১৫০ গ্রাম, মুরগির মাংস (শুকনো) ২৫০ গ্রাম, খাসির মাংস (শুকনো) ২৫০ গ্রাম, পনির ১৫০ গ্রাম। রবিবাসরীয় স্পেশ্যাল- মাটন বিরিয়ানি, চিকেন রোস্ট।
ফুটবলের পাঠশালা: ফুটবলজীবনের মধ্যগগনে থাকা ডেভিড বেকহ্যামের ছবি টাঙানো দরজার পাশে। একটু এগোতেই মারাদোনা, ফার্গুসন, মোরিনহোর কাটআউট। এর মাঝেই ‘ভবিষ্যতের ভাইচুং-বিজয়ন’দের জন্য পাতা সারি-সারি চেয়ার-টেবিল। সামনে সাদা বোর্ডের উপর স্ট্র্যাটেজির ঘুঁটি সাজানো। সমান গুরুত্ব দেওয়া হয় ফুটবলারদের লেখাপড়ার দিকেও। প্রত্যেক ছেলে ডিএভি পাবলিক স্কুলের ছাত্র।
দিনের ‘ওয়ার্ক আউট’: রোজ দু’বেলা প্র্যাক্টিস। সকালে এক ঘণ্টা, বিকেলে দেড় ঘণ্টা। সপ্তাহে দু’দিন বাড়তি যোগব্যায়াম ক্লাস।
রিক্রিয়েশন সেন্টার: সুইমিং পুল ছাড়াও রয়েছে টেবল টেনিস ও ক্যারম বোর্ড। সপ্তাহে এক দিন ‘চার্স হোম’ নামে এক সমাজসেবী সংস্থায় নিয়ে যাওয়া হয়। যেখানে প্রতিবন্ধী বাচ্চাদের সেবা করে অ্যাকাডেমির ছেলেরা। রবিবারের বাড়তি আকর্ষণ সিনেমা হল। শাহরুখ-রণবীরদের বড় পর্দায় দেখা।
মেডিক্যাল ইউনিট: একটা ছোটখাটো হাসপাতালের ওয়ার্ড। চারটে বেড। মাথার কাছে একটা করে আলট্রা সাউন্ড মেশিন। একটা মোম-মেশিন। চারটে অক্সিজেন সিলিন্ডার। চোট-আঘাত থেকে দ্রুত সুস্থ করে তোলার যাবতীয় সরঞ্জাম।
বেতন: ভারতের সম্ভবত একমাত্র স্কুল যেখানে শিক্ষা নিতে টাকা খরচ করতে হয় না। উল্টে টাকা দেওয়া হয়। ১৫-১৭ বয়সি ফুটবলারদের মাসিক ভাতা ১০০০ টাকা। ১৭-১৯ বয়সিদের মাসিক ভাতা ১৫০০ টাকা।
সোনার ফসল: গত কুড়ি বছরে জাতীয় দলে টিএফএ-র অবদান অসংখ্য ফুটবলার। চ্যাপম্যান থেকে দীপেন্দু বিশ্বাস। টাটকাতম রবিন সিংহ ও রাজু গায়কোয়াড়। দেশের বর্তমান সেরা গোলকিপাররা প্রায় সবাই টিএফএ-র তৈরি। সুব্রত পাল, সংগ্রাম মুখোপাধ্যায়, শুভাশিস রায় চৌধুরি, শিল্টন পাল, অরিন্দম ভট্টাচার্য এবং গুরপ্রীত সিংহ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.