টুকরো খবর
মাস্টার্সে ড্র দিয়ে শুরু আনন্দের
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম টুর্নামেন্টে খেলতে বসে ভারতীয় সুপার গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ প্রথম গেম ড্র করলেন। পেলের দেশে আনন্দ খেলছেন চেস মাস্টার্স ফাইনাল। ছয় দাবাড়ুর দ্বি-পার্বিক রাউন্ড রবিন টুর্নামেন্ট। প্রথম রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলে আনন্দের পারফরম্যান্স তেমন ভাল নয়। মাদ্রিদে বসবাসকারী আনন্দ স্পেনেরই অল্প পরিচিত দাবাড়ু ফ্রান্সিস্কো ভালেজো পন্স-কে ৫৯ চালের পরেও কিস্তিমাত করতে পারেননি। এর চেয়েও অবশ্য প্রথম দিনের বড় অঘটন ইতালির ফাবিয়ানো কারুয়ানা-র কাছে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনের হার!

ভিদিচ আট সপ্তাহ বাইরে
মরসুমের শুরুতেই বড় ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হাঁটুর অস্ত্রোপচারের জন্য আট সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন নেমানজা ভিদিচ। অ্যালেক্স ফার্গুসনের দুশ্চিন্তা এতে আরও বাড়ল কারণ, ফিল জোন্স এবং ক্রিস স্মলিং আগেই চোটের জন্য মাঠের বাইরে। জোন্স মাঠে ফিরতে পারেন অক্টোবরের শেষে। স্মলিং অবশ্য আগামী মাসের শুরুতেই নেমে পড়বেন বলে মনে করা হচ্ছে।

ফেডারেশনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি
ফেডারেশনের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে থাকতে পারেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল রাষ্ট্রপতিকে আগেই আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। সেই আমন্ত্রণের জবাবে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহ কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই অনুষ্ঠান হলে রাষ্ট্রপতির সময় পাওয়া যাবে। আপাতত প্রণববাবুর দেওয়া সময়েই প্লাটিনাম জুবিলি পালনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। অনুষ্ঠানে নেহরু কাপ জয়ী ভারতীয় দলকেও সংবর্ধনা দেওয়া হবে।

ভারতের স্বপ্নভঙ্গ
অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আটকে স্বপ্নভঙ্গ ভারতের। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে হারের পর মঙ্গলবার সিরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে উত্তম রাইরা সেমিফাইনালের রাস্তা বন্ধ করে ফেললেন। আপাতত গ্রুপ ‘ডি’-তে দুই ম্যাচে এক পয়েন্ট ভারতের। ফলে আগামী বছর সংযুক্ত আরব আমিরশাহীতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা হচ্ছে না কল্ম টোলের ছেলেদের। বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ চিন।

আলো-কেলেঙ্কারির ম্যাচ জিতল রিয়াল
ফুটবল গুণ্ডারা মাঠের ফ্লাডলাইটের তার কেটে দেওয়ায় এক দিন পিছিয়ে গিয়েছিল রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যাচ। ভেস্তে যাওয়া সেই ম্যাচ সোমবার রাতে ২-০ গোলে জিতে লা লিগা-র পয়েন্ট টেবিলে সাত নম্বরে উঠল রিয়াল মাদ্রিদ। দুই অর্ধে গোল করে জয় আনলেন করিম বেঞ্জিমা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে গত বারের চ্যাম্পিয়ন হোসে মোরিনহোর দলের এ বার লা লিগায় এটি মাত্র দ্বিতীয় জয়।

ফার্দিনান্দের নজরে ইংল্যান্ড জার্সি
জন টেরির অবসরের পর রিও ফার্দিনান্দ চান ইংল্যান্ডের জাতীয় দলে ফিরতে। তবে এ ব্যাপারে জাতীয় দলের কোচ রয় হজসন কী চান তা জানা যায়নি। আগামী সপ্তাহের শেষে তিনি দল ঘোষণা করবেন সামনের মাসের দু’টি ম্যাচেরজ জন্য। আপাতত তত দিন অপেক্ষা করতে হবে ফার্দিনান্দকে।

চ্যাম্পিয়ন সায়ন্তন
নাগপুরে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলার সায়ন্তন দাস। বিশ্বচ্যাম্পিয়ন হলেও সায়ন্তনের জাতীয় খেতাব এই প্রথম। দ্বিতীয় বাংলারই দাবাড়ু দীপ্তায়ন ঘোষ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.