টুকরো খবর
কাজকর্ম শিকেয়, ক্ষোভ পঞ্চায়েতে
প্রায় দু’মাস ধরে পঞ্চায়েত প্রধান অসুস্থতার জন্য আসেন না। আবার উপ-প্রধানকে দায়িত্বও হস্তান্তর করেননি। স্বাভাবিক ভাবেই গ্রাম উন্নয়নের কর্মসূচিগুলি থমকে আছে পুড়শুড়া ব্লকের পুড়শুড়া-২ পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান সিপিএমের সুমিত্রা বাগ না থাকায় একশো দিনের কাজ প্রকল্পের শ্রমিকদের প্রায় তিন লক্ষ টাকা পড়ে আছে। স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণের জন্য বরাদ্দ ৬ লক্ষ টাকাও কাজে না লাগাতে পারায় ফেরত যাবার উপক্রম হয়েছে। দৈনন্দিন আরও কিছু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ দানা বেঁধেছে। স্থানীয় মানুষের অভিযোগ, “পঞ্চায়েতটি সচল করতে ব্লক-প্রশাসনও উদ্যোগী হয়নি।” পুড়শুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা তৃণমূলের কিঙ্কর মাইতির অভিযোগ, “সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েত কর্তৃপক্ষ পরিকল্পিত ভাবে অচলাবস্থা সৃষ্টি করেছে। শ্রমিকেরা প্রাপ্য মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ। পঞ্চায়েত প্রধান দলের নির্দেশেই উপপ্রধানকে দায়িত্ব হস্তান্তর করেননি। সমস্ত বিষয়টি বিডিওকে জানিয়ে অবিলম্বে পঞ্চায়েতটিকে সচল করার আবেদন করা হয়েছে।” পুড়শুড়ার বিডিও সম্রাট মণ্ডল বলেন, “উপ-প্রধানকে পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।” আর অসুস্থ পঞ্চায়েত প্রধান বলেন, “দীর্ঘদিন ধরে ভুগছিলাম। অবস্থা সঙ্কটজনক হওয়ায় হঠাৎই চলে আসতে হয়েছে। বিডিওকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি। আমার বা দলের ষড়যন্ত্রের কোনও প্রশ্নই নেই।”

প্রহৃত তৃণমূল কর্মী, নালিশ দলেরই বিরুদ্ধে
দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই যুব সভাপতি-র দলবলের বিরুদ্ধে। ওই অভিযোগে মঙ্গলবার রাতে তারকেশ্বরের পিয়াসারায় অহল্যাবাঈ রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা। গ্রামবাসীরাও অবরোধে সামিল হন। আহত সুজয় সিংহ এবং পিন্টু সিংহকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন। তৃণমূলের একটি সূত্রের অভিযোগ, এ দিন রাতে তৃণমূলের তারকেশ্বর ব্লক যুব সভাপতির উপস্থিতিতে একদল বহিরাগত যুবক স্থানীয় কিমনা গ্রামের বাসিন্দা সুজয় এবং পিণ্টুকে মারধর করে। তারকেশ্বরের পুরপ্রধান, তৃণমূল নেতা স্বপন সামন্ত বলেন, “যুব তৃণমূল বাদে দলের অন্য কোনও সংগঠন থাকবে না বলে প্রচার চালানো হচ্ছে। পুরনো তৃণমূল কর্মীদের উপরে হামলা হচ্ছে। কয়েক দিন আগে এক তৃণমূল কর্মীর সারের দোকানে লুঠ হয়।” দলের যুব সভাপতি কেশব ঘোষের মন্তব্য, “এখানে এসে দেখুন কী হয়েছে। কিছুই তো হয়নি। আসলে দলেরই মুষ্টিমেয় কিছু লোক দলের নামে কালি ছড়ানোর জন্য মিথ্যে কথা বলছে।” পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ মানেনি।

স্কুল ভোটে জয়ী তৃণমূল
পাণ্ডুয়ার গহমী শিখরবাসিনী বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সিপিএমকে হারাল তৃণমূল। রবিবার ওই নির্বাচনে ৬টি আসনের সব ক’টিই দখল করে তৃণমূল। ওই স্কুলে তৃণমূলই ক্ষমতায় ছিল গত বার।

চোলাইয়ের বিরুদ্ধে অভিযান
চোলাই মদের খোঁজে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালাল আফগারি দফতর এবং পুড়শুড়া থানা। সোমবার রাতে রাউতাড়া গ্রামে মদের ভাটি ভেঙে ফেলা হয়। গ্রেফতার করা হয় লালু পোড়েন নামে এক চোলাই কারবারিকে। মঙ্গলবার সকালে ফুলপুকুর গ্রামের অভিযানে প্রায় ১২ হাজার লিটার মদ নষ্ট করা হয়েছে। এ ছাড়াও ১২টি মদ তৈরির হাড়ি, ১৩ টিন গুড় এবং ১০টি মদ তৈরির যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। লালুকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

যুবকের দেহ উদ্ধার
এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। সোমবার, বালি থেকে। মৃতের নাম সুশান্ত ধামুড়িয়া (৩৪)। পুলিশের অনুমান, গাছের ডাল কাটাতে গিয়ে পড়ে যান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.