জেলার বালি, পাথর ও মোরামের খাদান সংক্রান্ত নানা তথ্য-পরিসংখ্যান নিয়ে তৈরি করা হল নতুন সফটওয়্যার। মঙ্গলবার জেলাশাসকের অফিসে সেটির উদ্বোধন করেন বর্ধমান বিভাগের ডিভিশনাল কমিশনার মিনা ভেঙ্কটরমন। তাঁর দাবি, রাজ্যে এমন সফটওয়্যার এই প্রথম। এত দিন খাদান সংক্রান্ত সবিস্তার তথ্য প্রশাসনের কাছে ছিল না। এই সফটওয়্যারের মাধ্যমে কত জমি জুড়ে খাদান চলছে, কোথা থেকে কত বালি ওঠে, কবে লিজের মেয়াদ শেষ হচ্ছে, লিজ নবিকরণ হচ্ছে কি না, সে সব জানা সম্ভব হবে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “এই খাদনগুলি থেকে আগে মাত্র ২৯ কোটি টাকা রাজস্ব মিলত। গত আর্থিক বর্ষে তা বেড়ে হয় ৬২ কোটি। চলতি বছরে ৬ মাসে ৬৭ কোটি টাকা আদায় হয়েছে।”
|
দুষ্কৃতীর বোমায় খুন হলেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় কেতুগ্রামের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম জাহির শেখ। পেশায় শ্রমিক জাহিরের বাড়ি কেতুগ্রামের কেঁউগুড়িতে। এ দিন সন্ধ্যায় মৌগ্রাম থেকে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। একটি সেচখালের কাছে তাঁকে লক্ষ করে কে বা কারা বোমা ছোঁড়ে। বুকে বোমার আঘাত লাগায় মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অনুমান, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই এমন ঘটনা।
|
নিহত সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ তা-র এলাকায় দেওয়ানদিঘি বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূল নেতা নুরুল আবসার মঙ্গলবার বলেন, “এ দিনই ছিল মনোনয়ন তোলার শেষ দিন। কিন্তু আমাদের প্রার্থীরা ছাড়া অন্য কোনও দল প্রার্থী দিতে পারিনি।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে বর্ধমানের কেশবগঞ্জ সংলগ্ন জি টি রোড বাইপাসের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম কালুসোনা রায় (২৬)। বাড়ি কাজিরহাটে। তিনি রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্রাক ধাক্কা মারে। সোমবার রাতেই ভলভো বাসের সঙ্গে ধাক্কায় জোতরামে জি টি রোডে মৃত্যু হয়েছে এক লরিচালকের। মৃতের নাম নাগিন্দর সাউ (৩৫)। বাড়ি বিহারের সিয়ান জেলার উধারা গ্রামে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ছাত্রীর। পুলিশ জানায়, মৃতার নাম চুমকি খাতুন (১৫)। নবম শ্রেণির ওই ছাত্রী নবীননগরের বাসিন্দা। সোমবার রাতে কীটনাশক পানে অসুস্থ হয় সে।
|
মাধবডিহির কাঁইতিতে সংঘর্ষের ঘটনায় ধৃত তিন সিপিএম নেতাকে ছ’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। সোমবার পুলিশ কাঁইতি পঞ্চায়েতের প্রধান রসুন করিম, প্রাক্তন প্রধান অশোক সাঁতরা ও স্থানীয় নেতা মুন্সি সফিউর রহমানকে ধরে। |