এক বধূর অশ্লীল ছবি তোলার অভিযোগে ‘ক্লোজ’ করা হল কালনার মহকুমাশাসকের নিরাপত্তারক্ষীকে। সোমবার রাতে ওই বধূ কালনা থানায় এ ব্যাপারে অভিযোগ করেন। তার পরেই মঙ্গলবার বর্ধমান পুলিশ লাইনে ক্লোজ করা হয় দিলীপকুমার নায়েক নামে ওই রক্ষীকে।
কালনার নেবপাড়ার বাসিন্দা ওই বধূ পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, সোমবার রাতে তিনি শৌচাগারে স্নান করার সময়ে মোবাইল ফোনে ছবি তোলার শব্দ পান। জানালার দিকে তাকিয়ে দেখেন, এক অপরিচিত যুবক হাত বাড়িয়ে ছবি তুলছে। ওই বধূর কথায়, “তা দেখে আমি আঁতকে উঠি। কোনও রকমে বাইরে বেরিয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানাই। কিন্তু ততক্ষণে ওই যুবক পালিয়ে যায়। স্বামী, ভাসুর ও কয়েক জন পড়শি তাকে তাড়া করেন। কিছু দূরে গিয়ে দেখা যায়, একটি পানাপুকুরে নেমে পড়েছে যুবকটি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে যুবককে তুলে নিয়ে আসার আগেই অবশ্য সে মোবাইল ফোনটি জলে ফেলে দেয়। বাসিন্দাদের কাছেই ওই যুবক জানায়, সে মহকুমাশাসকের নিরপত্তারক্ষী। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। ওই বধূর দাবি, মোবাইল ফোনটি উদ্ধার করে ছবিগুলি নষ্ট করার ব্যবস্থা করুক পুলিশ-প্রশাসন।
কালনা মহকুমা পুলিশের এক আধিকারিক মঙ্গলবার জানান, ওই নিরাপত্তারক্ষীকে ক্লোজ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরে মহকুমাশাসকের নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিল বছর পঁয়ত্রিশের দিলীপ। প্রতি রাতে মহকুমাশাসককে বাংলোয় পৌঁছে দেওয়ার পরে সে ব্যারাকে ফিরে যেত। সোমবার রাতে কেন এমন ঘটনা সে ঘটাল, তা নিয়ে বিস্মিত মহকুমাশাসকের দফতরের কর্মীরা। বর্ধমানে একটি বৈঠক থাকায় দিনভর কালনায় ছিলেন না মহকুমাশাসক শশাঙ্ক শেঠি। এ দিন বিকেলে তিনি বলেন, “পুরো বিষয়টি আমার জানা নেই। তা না জেনে কোনও মন্তব্য করব না।” |