|
আর. প্রেমদাসা স্টেডিয়াম
ক্ষেত্তারামা, কলম্বো, শ্রীলঙ্কা |
শ্রীলঙ্কার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি রণসিংহে প্রেমদাসার মস্তিষ্কপ্রসূত এই স্টেডিয়ামটি ১৯৯৪-এর জুনের আগে পর্যন্ত পরিচিত ছিল ক্ষেত্তারামা স্টেডিয়াম নামে। তিনিই এই স্টেডিয়ামটির পুনর্নিমাণের পরিকল্পনা করেন। এই মুহূর্তে ফ্লাড লাইট দেওয়া ৩৫ হাজার আসন-বিশিষ্ট এই স্টেডিয়ামটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়াম। বর্তমানে প্রেমদাসা স্টেডিয়াম নামে পরিচিত এই স্টেডিয়ামটি গড়ে উঠেছিল ১৯৮৬ সালে। সে বছর ২ ফেব্রুয়ারিতে উদ্বোধনী ম্যাচে এখানে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ‘বি’ দলের সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ হয়। যে জমিতে এই স্টেডিয়ামটি অবস্থিত, নির্মাণ কাজ শুরুর আগে সেই জমিটি একটি জলাভূমি ছিল। এলাকার বৌদ্ধ সন্ন্যাসীরা এই জলা পার করে স্টেডিয়ামের পাশের ক্ষেত্তারামা মন্দিরে যাতায়াত করতেন। ১৯৮৬-র ৫ এপ্রিল এই স্টেডিয়ামের উদ্বোধনী ওয়ান ডে ম্যাচটি খেলা হয় শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে। এখানে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল ১৯৯২-এর ২৮ অগস্ট শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যে। তবে ক্রিকেটপ্রেমীদের কাছে প্রেমদাসা স্টেডিয়াম সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ১৯৯৭-’৯৮ সালের ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য। এই সিরিজেই টেস্ট ইতিহাসে দ্বিতীয় উইকেটের জন্য ৫৭৬ রানের রেকর্ড পার্টনারশিপ করেছিলেন শ্রীলঙ্কার রোশন মহানামা ও সনত্ জয়সূর্য। এর মধ্যে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক জয়সূর্যের অবদান ছিল ৩৪০ রান, এবং মহানামা করেছিলেন ২২৫ রান। স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হয়েছিল ভারত-শ্রীলঙ্কার সঙ্গে ২০০৯-এর ১০ ফেব্রুয়ারি। সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই স্টেডিয়ামে বেশ কিছু সুযোগসুবিধা বাড়ানো হয়েছে। স্টেডিয়ামের পেছনে ১৬টি পিচ-যুক্ত একটি নতুন অনুশীলন কেন্দ্র তৈরি করা হয়েছে। স্টেডিয়াম এক নজরে:
প্রতিষ্ঠিত: ১৯৮৬
ফ্লাডলাইট: আছে
‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: ক্ষেত্তারামা এন্ড ও মালিগাভটে এন্ড |
|