|
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
পাল্লেকেলে, ক্যান্ডি, শ্রীলঙ্কা |
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত। শুধুমাত্র ক্যান্ডি শহরেই নয়, শ্রীলঙ্কার ক্রিকেট মানচিত্রেও নবতম সংযোজন এই স্টেডিয়ামটি। এটি শ্রীলঙ্কার অষ্টম টেস্ট ক্রীড়াঙ্গন। ২০১০-এর জুলাইতে ক্যান্ডি তথা শ্রীলঙ্কার বাসিন্দা মুরলীধরনকে সম্মান জানাতে এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়। ২০০৯-এর ২৭ নভেম্বর স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরের বছর ডিসেম্বরে আইসিসি-র ১০৪তম টেস্ট ক্রীড়াঙ্গনের তকমা পায় এটি। ১-৫ ডিসেম্বর শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এখানে প্রথম টেস্ট খেলা হয়। পরের বছর ২০১১-তে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে এখানকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলা হয়। সে বছরই ৬ অগস্ট এখানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে শ্রীলঙ্কা।
ক্যান্ডির কাছে একটি আকর্ষণীয় টেস্ট ক্রীড়াঙ্গন হিসেবে নজর কাড়ছে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন পার্কের আদলে তৈরি এই পাল্লেকেলে স্টেডিয়াম। ক্যান্ডি শহর থেকে মাত্র আধ ঘন্টার ড্রাইভে এখানে পৌঁছনো যায়। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের মালিকানাধীন এই স্টেডিয়ামটি তৈরি করেছে সে দেশের স্টেট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নৈশালোকে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পছন্দের দলকে স্বাগত জানাতে এখানে হাজির থাকবেন ৩৫ হাজার ক্রিকেটপ্রেমী। স্টেডিয়াম এক নজরে:
প্রতিষ্ঠিত: ২০০৯
খেলার মাঠের দৈর্ঘ: ৮০ মিটার লম্বা ও ৭৫ মিটার চওড়া
ফ্লাডলাইট: ২০১০ সালে প্রতিষ্ঠিত
‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: হুন্নাসগিরিয়া এন্ড ও ঋকিল্লাগাস্কাদা এন্ড |
|