বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয়, কুড়ি ওভারের। টোয়েন্টি-টোয়েন্টি খেলাটার বয়স খুব বেশি নয়। ১৯৭৫-এ যখন প্রথম বিশ্বকাপের সূচনা হয় তখন ক্রিকেট মহলে দ্বন্দ্ব ছিল ‘ওয়ান ডে’ খেলাটার ভবিষ্যত্ নিয়ে। কিন্তু দিন যত এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসীমা শুধুমাত্র ক্রিকেট বোদ্ধাদের অন্দর পেরিয়ে ঢুকে পড়েছে আপামর জনসাধারণের অন্দরে। আইসিসির পৌরহিত্যে ২০০৭-এ ‘টোয়েন্টি-টোয়েন্টি’ থুড়ি ‘টি-২০’ বিশ্বকাপের সূচনা। অর্থনৈতিকভাবে অন্যতম সফল এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান(২০০৯) ও ইংল্যান্ড(২০১০)। প্রসঙ্গত ২০১০-এ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় এখানেই। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসছে এবারের বিশ্বকাপের আসর। অংশ নেবে আইসিসির দশটি পূর্ণ সদস্য ও দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসাবে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৮ সেপ্টেম্বর হাম্বানটোটায় শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ- বারোটা টিম নিয়ে টাইট ২০ দিনের টুর্নামেন্ট।

আজকের খেলা...
শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ৩.৩০ বিস্তারিত স্কোর
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ রাত ৭.৩০ বিস্তারিত স্কোর
খেলার বিস্তারিত খবর জানতে...
  • সুয়ার্ট ব্রডের নিজের বলেই নওরোজ মঙ্গলের অনবদ্য ক্যাচ ধরার মুহূর্ত। ছবি: রয়টার্স।

  • আফগান ব্যাটসম্যানকে ফেরানোর পর সুয়ার্ট ব্রডকে সতীর্থদের অভিনন্দন। ছবি: রয়টার্স।

  • অ্যালেক্স হেল্স-কে রান আউট করার পর করিম সাদিকের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

  • জস বাটলার আউট হওয়ার পর আফগান বোলার দওলতজাই-কে অভিনন্দন দলের। ছবি: এএফপি।

  • অল্পের জন্য হাতছাড়া শতরান। প্রথম ইনিংস শেষ হওয়ার পর লুক রাইট। ছবি: এএফপি।

  • বাংলাদেশের বিরুদ্ধে মারমুখি ম্যাককালাম। শতরানের পর দর্শকদের উদ্দেশ্যে ব্যাট তুলছেন। ছবি: এএফপি ও এপি।

  • দেশের রঙে রাঙা। শ্রীলঙ্কার পতাকার রঙের পরচুলো পরা খুদে দর্শক। ছবি: এএফপি।

  • দলের উদ্দেশ্যে পতাকা নাড়ছেন নিউজিল্যান্ডের সমর্থক। ছবি: এএফপি।

  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

  • মার্টিন গুপ্টিল-কে ফিরিয়ে উল্লসিত বাংলাদেশের রজ্জাক। ছবি: এএফপি।

  • রাজার প্রতি রাজা... জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে করমর্দন করছেন হাসিম আমলা। ছবি: এএফপি।

  • তুমি ব্যাটে ঝড় তুলো, আমি বলে... অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য জুটি নারিন ও ডোয়েন ব্রাভো। ছবি: এএফপি।

  • নজরে নিশানা... ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে সুনীল নারিন। ছবি: এপি।

  • অস্ত্রে শান... অস্ট্রেলিয়ার অনুশীলনে মাইকেল হাসি। ছবি: এএফপি।

  • শলাপরামর্শ... অনুশীলনের ফাঁকে ব্যাটিং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি। ছবি: এএফপি।

  • বড্ড লেগেছে... অনুশীলনে বুকের চোট পরীক্ষা করছেন দিলশান। ছবি: এএফপি।

  • একটু জিরিয়ে নেওয়া। অনুশীলনের ফাঁকে শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ছবি: এএফপি।

  • দক্ষিণ আফিকার বিরুদ্ধে মালিঙ্গার এই হাসিই দেখতে চাইবে শ্রীলঙ্কাবাসী। ছবি: এএফপি।

  • ঐক্যবদ্ধ... শ্রীলঙ্কা দলের অনুশীলন। ছবি: এএফপি।

  • কী হচ্ছে... শরীরী ভাষায় মাহেলা জয়বর্ধনে এটাই বোঝাচ্ছেন সতীর্থদের। ছবি: এএফপি।