টুকরো খবর
পরিষেবার দাবিতে তালা স্বাস্থ্যকেন্দ্রে
—নিজস্ব চিত্র
উপস্বাস্থ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় ওষুধপত্র ঠিক মতো পাওয়া যায় না। এর প্রতিবাদে এবং ভাল পরিষেবার দাবিতে প্রায় আড়াই ঘণ্টা রামপুরহাট থানার দাদপুর গ্রামে ওই উপস্বাস্থ্যকেন্দ্রের এক মহিলা কর্মীকে তালাবন্দি করে রাখলেন গ্রামবাসীদের একাংশ। পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা আন্দোলন থেকে বিরত হন। বৃহস্পতিবারে ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, উপস্বাস্থ্যকেন্দ্র থেকে জ্বরের ওষুধ সময় মতো পাওয়া যায় না। শুধু তাই নয়, ছোটখাটো কেটে যাওয়ার জন্য ওষুধও পাওয়া যায় না। এ ছাড়া, স্বাস্থ্যকেন্দ্রের কর্মীকে সব সময় দেখতে পাওয়া যায় না, তিনি ওষুধ রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করে দেন। কর্মী জেসমিনারা খাতুন বলেন, “ওষুধ বিক্রির অভিযোগ ভিত্তিহীন।” তাঁর দাবি, “আমাদের কাছে যা ওষুধ আসে তা রোগীদের ঠিক মতো দেওয়া হয়। গ্রামে বাড়ি হওয়ার জন্য প্রায় দিনই আমার কাছে বিভিন্ন ধরনের ওষুধ চেয়ে থাকেন। তবে তাঁরা যে ধরনের ওষুধ চান তা কোনও দিনই স্বাস্থ্যকেন্দ্রে যোগান দেওয়া হয় না।” স্বাস্থ্যকর্মী জানান, এ দিন নির্ধারিত সময়ে উপস্বাস্থ্যকেন্দ্র খোলার পরে বেলা ১১টা নাগাদ বেশ কয়েকজন স্বাস্থ্যকেন্দ্রে এসে তাঁর ঘরের তালা বন্ধ করে দেন। পরে স্বাস্থ্যকেন্দ্রের মূল প্রবেশদ্বারে তালা দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। খবর পেয়ে বিএমওএইচকে এলাকায় যাওয়ার জন্য বলেন রামপুরহাট ১ ব্লকের বিডিও আব্দুল মান্নান। বিএমওএইচ সুমন্তকুমার মণ্ডল বলেন, “উপস্বাস্থ্যকেন্দ্রগুলি সরকারি নিয়ম অনুযায়ী সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকার কথা। মূলত প্রসূতি ও গর্ভবতী মায়েদের চিকিৎসা, শিশুদের টিকাকরণ, যক্ষা রোগীদের চিকিৎসা করা হয়। এ ছাড়া, এলাকায় ডায়েরিয়া বা আন্ত্রিক জাতীয় রোগ দেখা দিলে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।” বাসিন্দাদের দাবি মতো প্রয়োজনীয় ওষুধের তালিকা ও পরিমাণ টাঙিয়ে দেওয়া হবে বলে জানান সুমন্তবাবু।

শ্লীলতাহানিতে ধৃত চিকিৎসক
রোগিণীর শ্লীলতাহানির অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার পরেশনগরে। ধৃত নারায়ণ অগ্রবাল গ্যাসট্রো-এনট্রোলজিস্ট। ওই এলাকায় তাঁর একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। শিলিগুড়ির কমিশনার আনন্দ কুমার বলেন, “ওই চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” অভিযুক্ত চিকিৎসক নারায়ণবাবু দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। কিশোরীকে পরীক্ষা করার সময়ে কেন তিনি সহকারী রাখেননি, সে প্রশ্নের জবাব চিকিৎসক দিতে চাননি। তাঁর বক্তব্য, “যা বলার আদালতে আইনজীবী বলবে।” অসমের বাসিন্দা এক কিশোরী পেটের সমস্যা নিয়ে তাঁর আত্মীয়ের সঙ্গে এদিন ওই চিকিৎসকের কাছে যান। তাঁর আত্মীয় দেবাশিস দে জানান, কিশোরীকে একা চেম্বারে ডেকে নেন চিকিৎসক। মিনিট দশেক পরে চেম্বার থেকে ওই কিশোরী কাঁদতে কাঁদতে বেরোন। তিনি বলেন, “এর পরেই জানতে পারি তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানাই।” ঘটনার পরে উত্তেজিত জনতা চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ দেখালে পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে।

স্বাস্থ্য পরীক্ষা শিবির
শ্রীরামপুরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির হল কোন্নগর রবীন্দ্রভবনে। শিবিরে চক্ষু পরীক্ষা-সহ, ইসিজি, ব্লাড-সুগার প্রভৃতি পরীক্ষা হয়। বিনামূল্যে চশমা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় একটি সংস্থা নৃত্য পরিবেশন করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.