বুধবার রাতেই বহরমপুরের রাধারঘাটের কাছে মাঝিপাড়া থেকে হাতিশালার নিখোঁজ এক ছাত্রীর আত্মীয়ের বাড়ি থেকে সাত ছাত্রীকেই উদ্ধার করা হয়েছে। ওইদিন সকালে টিউশন পড়তে যাওয়ার নাম করে সকালে বাড়ি থেকে বেরোয় ওই ছাত্রীরা। কথা ছিল টিউশন শেষে তারা স্কুলে যাবে। স্কুল থেকে গ্রামের সব ছাত্র-ছাত্রী ফিরে এলেও ফেরেনি হাতিশালা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ওই সাত ছাত্রী। পরে জানা যায় তারা স্কুলে যায়নি। চাপড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। খোঁজখবর করে জানা যায় যে তারা জলঙ্গি পার হয়ে শিবপুর হয়ে বেথুয়াডহরির দিকে গেছে। খোঁজ করে জানা যায় কুতুব শেখের মেয়েও রয়েছে নিখোঁজের দলে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাঁরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তারপরে পুলিশ সূত্র জানতে পারে, সেই ছাত্রীরা জলঙ্গি নদী পার হয়ে ভ্যানে চেপে বেথুয়াডহরির দিকে গিয়েছে। সেই মতো পুলিশ খোঁজখবর শুরু করে। পরে জানা যায় নিখোঁজ ছাত্রীরা সকলেই রয়েছে কুতুববাবুর স্ত্রী সাবিনা বিবির বোনের ছেলের শ্বশুরবাড়িতে। রাতেই তাদের উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হয়। সাবিনা বিবি বলেন, “মেয়েরা যুক্তি করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। অন্য কিছু উদ্দেশ্য ছিল না।” আর এক ছাত্রীর বাবা লালচাঁদ শেখ বলেন, “মেয়েরা বলছে বেড়াতে গিয়েছিলাম কিন্তু আমাদের সেটা বিশ্বাস হচ্ছে না।” ঠিক কী কারণে ওই ছাত্রীরা বাড়ি থেকে পালিয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট নিয়ে আশাবাদী জঙ্গিপুর উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। এ দিন আহিরণে তিনি বলেন, “বর্তমানে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যে তিক্ততার সৃষ্টি হয়েছে তাতে জঙ্গিপুরের উপনির্বাচনে কোনও প্রভাব পড়বে না। তৃণমূল এই আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। কংগ্রেস আমাকে প্রার্থী করেছে। কংগ্রেস ও তৃণমূলের জোট রাজনীতি বজায় থাকবে বলে আশাবাদী।”
|
অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। নাম মমতা মণ্ডল (১৯)। বাড়ি ইসলামপুর থানার দৌলতপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে গ্রামেরই যুবক সুরেশ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় মমতার। পারিবারিক বিবাদের জেরে ওই মহিলা বুধবার রাতে গলায় ফাঁস লাগান। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। |