নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
ঝাড়খণ্ড থেকে মঙ্গলবার রাতে রাজনগরে ঢুকে পড়া হাতির দলটিকে বুধবার ফের ঝাড়খণ্ডে পাঠাতে সক্ষম হল বনদফতর। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সারাদিন ১৮-২০টি হাতির ওই দলটির অবস্থান ছিল রাজনগরের আসনার জঙ্গলে। সন্ধ্যায় হুলা পার্টির সাহায্যে হাতি তাড়ানোর অভিযান শুরু করে বনদফতর। রাত ৯টায় দলটিকে ঝাড়খণ্ড সীমানায় ঢুকিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার হাতিগুলি রাজনগর থেকে ৬-৭ কিমি দূরে ঝাড়খণ্ডের সোনাচূড়া জঙ্গলে রয়েছে। ফলে ফের রাজনগরে ঢুকে পড়ার আশঙ্কা থাকছেই। বিষয়টি নিয়ে চিন্তিত এলাকাবাসীরাও। কারণ, বুধবার রাতে যাওয়ার সময় দলটি আসনা ও সুন্দরখেলে গ্রামের বেশকিছু জমির ধান নষ্ট করেছে। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়ে বনদফতরের রাজনগরের রেঞ্জার রামরঞ্জন রায় বলেন, “আমি গ্রামে গিয়ে বাসিন্দাদের বলেছি যাঁদের জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁদেরকে উপযুক্ত তথ্য প্রমাণ-সহ বনদফতরে আবেদন জানাতে।”
|
মালবাজার ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়ায় হাতি-মানুষ সংঘাত এড়াতে সচেতনতা শিবির করল ওদলাবাড়ির নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার। সংগঠনের পক্ষে সুজিত দাস জানান, বনবস্তিতে ধানের লোভে হাতি ঢুকে পড়ে। সমস্যা এড়াতে হাতির অপছন্দ এমন ফসল চাষের কথা বলা হয়েছে। হলুদ, আদা, রসুন, বাদাম ইত্যাদি ফসলে লাভও হবে তেমনিই হাতির হানার ভয় থাকে না। |