যুবকের ঝুলন্ত দেহ, গ্রেফতার স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গোঘাটের লালুকা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হাটপুকুর এলাকার বাসিন্দা জিগের আলির (২৮) বাড়ি লালুকা গ্রামে। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি-সংলগ্ন জঙ্গলে গলায় গামছার ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ মেলে ওই যুবকের। তাঁকে শ্বশুরবাড়ির লোকজন খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। শ্বশুরবাড়ি ঘেরাও করেন গ্রামের মানুষ। পুলিশ এবং র্যাফ আসে। জিগেরের আত্মীয়েরা তাঁর শ্বশুর শেখ আলি হোসেন, স্ত্রী সাবিনা বেগম-সহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সাবিনাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বছরখানেক আগে নিজের মামাতো বোন সাবিনাকে বিয়ে করেছিলেন জিগের। কিন্তু স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ ছিল তাঁর। এই নিয়ে সংসারে অশান্তি ছিল। সাবিনা বাপের বাড়ি চলে আসেন। বুধবার জিগেরও আসেন সেখানে। মৃতের বাবা শেখ আলি হোসেনের অভিযোগ, “বৃহস্পতিবার বৌমাকে নিয়ে ছেলের বাড়ি ফেরার কথা ছিল। আমি ছেলেকে বলেছিলাম, তুই মিথ্যে সন্দেহ করছিস। শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথা বলে বৌকে ঘরে নিয়ে আয়। কিন্তু এখন তো মনে হচ্ছে ছেলের সন্দেহ বোধহয় ঠিকই ছিল।” |
গোঘাটে মারামারি
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে মাথা ফাটল এক জনের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমারগঞ্জের পদ্মপুকুরে। চোলাই মদের ঠেক উচ্ছেদকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। সীতারাম মুদি নামে আহত ওই তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা মোহন মণ্ডলের অভিযোগ, “আমাদের এক গোষ্ঠী চাইছে চোলাইয়ের ঠেক থাকুক। তারাই মারধর করছে।” ঘটনার তদন্ত করছে গোঘাট পুলিশ। |
জল সরবরাহ বন্ধ
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
পাইপ ফেটে বৃহস্পতিবার জল সরবরাহ বন্ধ রইল উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বরের বিস্তীর্ণ এলাকায়। প্রশাসন জানায়, বুধবার রাতে শ্রীরামপুরের কালীতলায় জিটি রোডের ধারে কেএমডব্লিউএস-এর পাইপে ফাটল ধরে। সকালে মেরামতি শুরু হয়। জল সরবরাহ বন্ধ ছিল। আজ, শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হবে। |