ত্রিফলা আলো লাগানোর বরাত দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে কারণ দর্শানোর জবাবি চিঠিতে পুর-কর্তৃপক্ষ সন্তুষ্ট হতে পারেননি। তাই কলকাতা পুরসভার ডিজি (আলো)-র পদ
থেকে গৌতম পট্টনায়ককে সরিয়ে দেওয়া হয়েছে।
পুর-কমিশনার খলিল আহমেদ বৃহস্পতিবার গৌতমবাবুকে অপসারণের নির্দেশ দেন। পুরসভা সূত্রের খবর, গৌতমবাবুকে বদলি করা হচ্ছে কেইআইপি-তে। দরপত্র ছাড়াই ত্রিফলা আলো লাগানোর বরাত দেওয়া এবং অন্যান্য অনিয়ম নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে বিশেষ অডিট টিম।
৩০ কোটি টাকার ত্রিফলা আলো লাগানোর কাজে অনিয়মের অভিযোগ ওঠায় পুর-কমিশনার খলিল আহমেদ সব বিল আটকে দেন। পরে পুরসভার নিয়ম অনুযায়ী দরপত্র না-ডেকে কাজের বরাত দেওয়ার অভিযোগ ওঠে ডিজি (আলো)-র বিরুদ্ধে। মেয়র পরিষদের বৈঠকে গৌতমবাবুকে ‘শো-কজ’ করার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয় পুর-কমিশনারকে।
পুর সচিবালয়ের এক অফিসার এ দিন জানান, আর মাত্র তিন মাস পরেই গৌতমবাবুর অবসর নেওয়ার কথা। এর মধ্যে তিনি ডিজি (আলো)-র পদে মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় সেই আবেদনও খারিজ করে দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে,কারণ দর্শানোর নোটিস পেয়ে গৌতমবাবু যে-জবাব দিয়েছেন, পুর-প্রশাসন তাতে আদৌ সন্তুষ্ট হতে পারেনি। তার পরেই তাঁকে ডিজি (আলো)-র পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পদে মানব্রত চৌধুরীকে বসানোর নির্দেশ দিয়েছেন কমিশনার। |