জঙ্গলমহলে নয়া সিমেন্ট কারখানা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জঙ্গলমহলে একটি সিমেন্ট কারখানা চালু করল রুফার্স গোষ্ঠী। এই মিনি সিমেন্ট কারখানাটি লোধাসুলিতে তৈরি করেছে তারা। আপাতত প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। সম্প্রতি কারখানাটির প্রথম পর্যায়ের উদ্বোধনও করা হয়েছে। সেখানে লগ্নির অঙ্ক ৩০ কোটি টাকা। দিনে ২০০ টন সিমেন্ট তৈরি হবে সেখানে। পুরো কারখানাটি গড়ার কাজ শেষ হলে দিনে ৬০০ টন পর্যন্ত সিমেন্ট উৎপাদন করা যাবে সেখানে। কারখানাটি গড়তে মোট ১৩০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন সংস্থার প্রেসিডেন্ট অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রথম পর্যায়েই ওই কারখানায় ২০০ জনের কাজের সুযোগ তৈরি হবে।
|
সুদ, জরিমানা মকুব করলে কর মেটাতে পারে ভোডাফোন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বকেয়া কর মেটানো নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি ভোডাফোন। তৈরি প্রায় ৮ হাজার কোটি টাকা কর মেটাতেও। কিন্তু এ জন্য কোনও সুদ বা জরিমানা গুনতে রাজি নয় তারা। বৃহস্পতিবার এই ব্রিটিশ টেলিকম পরিষেবা বহুজাতিকটির নন এগ্জিকিউটিভ চেয়ারম্যান অনলজিৎ সিংহ জানান, “কর মিটিয়ে দেওয়ার কথা অবশ্যই ভাবতে পারি আমরা। এ নিয়ে সংস্থার সামনে থাকা বিকল্পের মধ্যে এটা একটা। কিন্তু আগে সুদ ও জরিমানা মকুব করা জরুরি।” প্রসঙ্গত, কর না-মেটানোয় সুদ-জরিমানা মিলিয়ে ১১,২০০ কোটিরও বেশি ভোডাফোনকে দিতে বলেছে কেন্দ্র।
|
রিবক-কাণ্ডে ধৃত দুই প্রাক্তন কর্তা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গ্রেফতার হলেন রিবক ইন্ডিয়ার দুই প্রাক্তন কর্তা। এঁরা হলেন প্রাক্তন এমডি শুভেন্দ্র সিংহ প্রেম ও প্রাক্তন চিফ অপারেটিং অফিসার বিষ্ণু ভগৎ। ধরা পড়েছেন আরও তিন জন। গুড়গাঁও পুলিশ সূত্রে খবর, নয়াদিল্লির বাইরে থেকে তাঁদের ধরা হয়। ওই দুই প্রাক্তন কর্তার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের আর্থিক অনিয়মের জেরে সংস্থার ক্ষতি হয়েছে ৮৭০ কোটি টাকা। |