টুকরো খবর
জল ছাড়ায় ক্ষতির আশঙ্কা
ঝাড়খণ্ডে ভারি বৃষ্টি হওয়ায় বুধবার রাত থেকেই জল বাড়ছিল হিংলো জলাধারে। বৃহস্পতিবার সকালে খয়রাশোলের সেই হিংলো জলাধার থেকেই ১৫ হাজার কিউসেক জল ছাড়ল সেচ দফতর। প্রশাসন সূত্রে খবর, ঝাড়খণ্ডে ওই জলাধারটিতে জল বাড়ার ফলে খয়রাশোলের বাবুইজোড় গ্রামের একটি অংশ জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। পাশাপাশি জলের চাপে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা ছিল বাঁধটিরও। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দু-দফায় জল ছাড়তে বাধ্য হয় সেচ দফতর।
কজওয়ে দিয়ে বইছে হিংলো জলাধারের ছাড়া জল। ছবি: দয়াল সেনগুপ্ত।
খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া এবং পাঁচড়া এই দু’টি পঞ্চায়েত এলাকার প্রধানদের সতর্ক করে প্রশাসন। বিডিও মহম্মদ ইসরার বলেন, “এমন পরিস্থিতি হয়েছিল যে এতটা জল ছাড়তে হয়েছে। অবশ্য নীচের দিকের গ্রামগুলিতে জল ঢুকেছে বলে কোনও খবর নেই। তবে পাঁচড়া গ্রামের কাছে ওই নদীর গতি পথে থাকা ৬০ নম্বর রানিগঞ্জ-মোরগ্রামজাতীয় সড়ক ডুবে গিয়েছে। রাত ১০টার আগে ওই রাস্তায় গাড়ি চলাচল সম্ভব নয়।”

গ্রেফতার দুই
এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অভিযোগের ভিত্তিতে বর্ধমান জেলার বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করা হয়।” বুধবার ইলামবাজারের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন কলেজে নবীনবরণ উৎসব ছিল। বীরভূম লাগোয়া বর্ধমানের আউসগ্রাম থানা এলাকার মঙ্গলপুরের বাসিন্দা ওই ছাত্রী অনুষ্ঠান শেষে ভাইয়ের বাড়ি ফিরছিলেন। অজয় সেতু লাগোয়া এলাকায় দুই যুবক তাঁদের গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা তাঁদের পিছু নেয়। তখন অভিযুক্ত দুই যুবক সেতুর উপরে পথ আটকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় লোকজন জড়ো হয় এবং সহপাঠীরাও ঘটনাস্থলে পৌঁছয়। বাসিন্দারা সুকুমার বিশ্বাস ও গৌতম সরকার নামে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বৃহস্পতিবার ধৃতদের বোলপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল হয়।

সমবায়ে জয়ী প্রগতিশীল মোর্চা
সমবায়ের পরিচালন কমিটির নির্বাচনে ২৪টি আসনের মধ্যে ৯ আসনে জয়ী হল বামপন্থী প্রগতিশীল মোর্চা। বৃহস্পতিবার মুরাই থানার কোপা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট হয়। এখানে ত্রিমুখী প্রতিদ্বিতায় তৃণমূল ৮, কংগ্রেস ৭, প্রগতিশীল মোর্চা ৯টি আসন পায়। সমবায়ের পর্যবেক্ষক অনূপকুমার বসাক বলেন, “শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। ৫৯০ জন সদস্যদের মধ্যে ৫১২ জন ভোট দিয়েছেন।”

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু তরুণের
ট্রাক্টরের সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখী সংঘর্ষে মৃত্যু মোটরবাইক চালকের। জখম হলেন তাঁর সঙ্গী। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে খয়রাশোলের সগড়ভাঙার কাছে, খয়রাশোল-পলাশবুনি রাস্তায়। মৃতের নাম রাজীব ঘোষ (১৮)। বাড়ি ওই থানার পলাশবুনি গ্রামে। তাঁরা বাবুইজোড় থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা মারে। মারাত্মক জখম ওই যুবককে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.