পাক বিমান সংস্থাকে জরিমানা |
পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা (পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস)-কে দেড় লক্ষ মার্কিন ডলার জরিমানা করল আমেরিকার পরিবহণ বিভাগ। অভিযোগ, বিমান অবতরণের পরেও নির্দিষ্ট সময়সীমার বেশি সময় ধরে যাত্রীদের বিমানে বসিয়ে রেখেছিল বিমানসংস্থাটি।
আমেরিকার নতুন উপভোক্তা সুরক্ষা আইনে এই প্রথম কোনও আন্তর্জাতিক বিমান সংস্থাকে জরিমানা করা হল। নিয়ম অনুযায়ী, কোনও আন্তর্জাতিক উড়ান অবতরণের পর সর্বাধিক চার ঘণ্টা যাত্রীদের বিমানে বসিয়ে রাখতে পারে। এই সময়সীমা অতিক্রম করলেই তা যাত্রী হয়রানি হিসেবে গণ্য করে আমেরিকার পরিবহণ বিভাগ। ২০১১ সালের ২৯ অক্টোবর ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাচ্ছিল পাক উড়ান ৭১১। কিন্তু সেখানকার ল্যান্ডিং সিস্টেমে বিঘ্ন ঘটায় বিমানটিকে ওয়াশিংটনের ডলেস বিমানবন্দরে নিয়ে যান চালক। ক্যাপ্টেন ও অন্য এক অফিসার বিমান থেকে নামলেও যাত্রীদের বিমানেই বসিয়ে রাখেন বিমান কর্তৃপক্ষ। যাত্রীদের নিয়ে ৪ ঘণ্টা ৪৭ মিনিট টারম্যাকেই দাঁড়িয়ে ছিল বিমানটি। বিমান কর্তৃপক্ষ জানান, যাত্রীদের অনেকেরই হুইলচেয়ারের প্রয়োজন ছিল। অত সংখ্যক হুইলচেয়ার ছিল না তাঁদের। এ ছাড়া, বিমানটিতে অনেক শিশু ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাই যাত্রীদের নামানোই উচিত নয় বলে মনে করেন তাঁরা। কিন্তু আমেরিকার পরিবহণ দফতরের বক্তব্য, যাত্রীদের নামানোর উদ্যোগ ছিল না বিমান কর্তৃপক্ষের। বিমানবন্দরের কাছে কোনও রকম সাহায্যও চাওয়া হয়নি। এ প্রসঙ্গে মার্কিন পরিবহণ সচিব রে লাহুড বলেন, “বিমান সংস্থাদের যে কোনও রকমের নিয়মভঙ্গকেই আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিই।”
|
রেহমান মালিকের সাংসদ-পদ বাতিল করল পাক কোর্ট |
অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক-সহ ১২ জন আইনপ্রণেতার সাংসদ-পদ বাতিলের নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অভিযোগ, তাঁদের প্রত্যেকেরই দ্বৈত-নাগরিকত্ব রয়েছে। পাক আইন অনুযায়ী, দ্বৈত-নাগরিকত্ব থাকলে পার্লামেন্ট বা সেনেটের সদস্য হওয়া যায় না। সম্প্রতি মেহমুদ আখতার নখভি নামে এক পাক নাগরিক সুপ্রিম কোর্টে আবেদন জানান, সেনেটের যে সব সদস্যের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাঁদের সদস্যপদ বাতিল করা হোক। সেই প্রেক্ষিতেই ওই ১২ জনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। ২০১২-র ১৯ মে পর্যন্ত রেহমান মালিকের ব্রিটিশ নাগরিকত্ব ছিল। কিন্তু ২০০৮ সালে এক হলফানামা দিয়ে সেই কথা অস্বীকার করেন মালিক। আজ সুপ্রিম কোর্ট জানায়, মালিক অত্যন্ত ‘ধূর্তের’ মতো এই কাজ করেছিলেন। কাজটি খুবই নিন্দনীয়। ২০০৮ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত তাঁর সাংসদ-পদ বাতিল করা হবে। সেনেটের সদস্য হিসেবে এই ১২ জন যা সুযোগ সুবিধা পাচ্ছিলেন, সেই সব প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কোর্ট। এত দিন বেতন বাবদ যে পরিমাণ অর্থ পেয়েছেন তাঁরা, তা-ও ফেরত দিতে হবে।
|
পশ্চিম লন্ডন থেকে ১৬ জন বেআইনি ভারতীয় অনুপ্রবেশকারীকে ধরল ব্রিটেনের অভিবাসন দফতর। তাড়াতাড়ি তাঁদের ভারতে ফেরত পাঠানো হবে।
|
বিল ক্লিন্টনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বই লিখবেন, ঠিক করেছেন মনিকা লিউনস্কি। তাতে তাঁদের প্রেমপত্রও ফাঁস করে দেবেন বলে জানিয়েছেন মনিকা।
|
বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূতের উপর হামলা পূর্ব পরিকল্পিত, দাবি মার্কিন গোয়েন্দা বিভাগের। তাঁদের মতে, সুযোগ বুঝেই রাষ্ট্রদূতের উপর চড়াও হয় জঙ্গিরা।
|
মা হতে চলেছেন পপ তারকা শাকিরা। স্পেনের ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে দেড় বছরের সম্পর্ক তাঁর। প্রথম সন্তানের অপেক্ষায় তাঁরা।
|
কিছু দিন আগে তালিবানি হামলার মুখে পড়েছিল যে ব্যাস্টিয়ান সেনা ছাউনি, সেখানেই পুত্র সন্তানের জন্ম দিলেন এক সেনা। ওই মহিলা না কি জানতেনই না, তিনি সন্তানসম্ভবা।
|
পাক ইন্টারন্যাশনাল এয়ারলাইনস-কে দেড় লক্ষ ডলার জরিমানা করল আমেরিকা। অভিযোগ, অবতরণের পরে ৫ ঘণ্টা যাত্রীদের বিমানে বসিয়ে রেখেছিল সংস্থাটি।
|
পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত হলেন ৩০ জন। বিমানহানার ফলেই এই বিস্ফোরণ, দাবি আন্তর্জাতিক নজরদার সংস্থার।
|
নিলামে উঠবে এক উল্কার টুকরো। ১৮১৫ গ্রামের টুকরোটির নাম দার আল গানি। ১৯৯৮-এ লিবিয়ায় খসে পড়ে এটি। |