টুকরো খবর
ছাত্রাবাসে ‘অব্যবস্থা’, ক্লাস বয়কট
ছাত্রাবাসে নানা অব্যবস্থার অভিযোগ তুলে টানা চার দিন ধরে ক্লাস বয়কট করছেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) পড়ুয়ারা। বৃহস্পতিবার ওই কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা ক্লাস বয়কট করে প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান। চতুর্থ বর্ষের পড়ুয়ারা প্রথম দিকে তাঁদের সঙ্গে থাকলেও বৃহস্পতিবার বয়কটের চতুর্থ দিনে অবশ্য তাঁরা আন্দোলন থেকে নিজেদের সরিয়ে

নিজস্ব চিত্র
নিয়েছেন। পড়ুয়াদের অভিযোগ, ছাত্রাবাসে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ ঘরগুলির প্রতিটিতে তিন জন করে থাকার নিয়ম। অথচ সেখানে চার থেকে পাঁচ জন করে থাকছেন। তৃতীয় বর্ষের পড়ুয়াদের জন্য যেখানে একটি ঘরে দু’জনের থাকার নিয়ম, সেখানে চার জনকে রাখা প্রতি ঘরে চার জনকে রাখা হচ্ছে। পড়ুয়াদের দাবি, গাদাগাদি করে থাকতে বাধ্য হওয়ায় স্বাভাবিক পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে। এছাড়াও খাওয়ার জল পরিশোধন করার যন্ত্র মাঝে মাঝেই বিকল হয়ে পড়ে বলে পড়ুয়াদের অভিযোগ। তাঁদের দাবি, খাবারের গুণমান খারাপ। রান্নাঘরের পরিবেশও অস্বাস্থ্যকর। অনেক ঘরেই ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক পড়ুয়ার কথায়, “দেশের বাকি এনআইটিগুলির ছাত্রাবাসের সঙ্গে দুর্গাপুরের কোনও তুলনাই চলে না। এখানকার কর্তৃপক্ষ ছাত্রাবাসের দুরাবস্থা নিয়ে ভাবেনই না।” এনআইটি কর্তৃপক্ষ অবশ্য জানান, বেশ কয়েকটি নতুন বিভাগ চালু হওয়ায় পড়ুয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। নতুন একটি ছাত্রাবাস নির্মাণের কাজ চলছে। তা হয়ে গেলে পরিস্থিতির কিছুটা সুরাহা হবে। পড়ুয়াদের দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এনআইটির রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল প্রভদীপ সিংহ সাধু।

গণেশ পুজোয় নানা উৎসব
গণেশ পুজো উপলক্ষে খনি ও শিল্পাঞ্চলে শুরু হয়েছে নানা উৎসব। আসানসোল এনএস রোডে গণেশ পুজো প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দকে নিয়ে প্রদশর্নীর আয়োজন হয়েছে। আসানসোল জি টি রোড মহাবীর স্থানের পুজো ২৪ বছরে পা দিল। সেনর্যালে রোড এবং মিড্ল ধাদকা ক্লাবের পুজোও শুরু হয়েছে মহাসমারোহে। বার্নপুর ধ্রুবডাঙা একতা ক্লাবের পুজো ১২ বছর পার হল। বার্নপুর ওয়াগন কলোনি মন্দিরের পুজোও বহু দিনের। রানিগঞ্জের রাজপাড়ায় গণেশ মন্দির সেবা সমিতির প্রাঙ্গণে বুধবার পুজোর সূচনা করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাবা ফণীভূষণ ঘটক। প্রগতি সঙ্ঘের উদ্যোগে পুজো হচ্ছে জামুড়িয়ার নিঘায়। কুলটির ডিসেরগড় সংলগ্ন দামোদরের ও পারে পারবেলিয়ায় পুজো উপলক্ষে ১০ দিনের মেলা চলছে। আসানসোলের কল্যাণপুর হাউসিংয়ে মুখোপাধ্যায় বাড়ির পুজো হচ্ছে জাকজঁমকের সঙ্গেই। আসানসোল কোর্টবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগেও পুজো উপলক্ষে শুরু উৎসব চলবে কয়েক দিন ধরে।

হিন্দি স্কুলের দাবি রানিগঞ্জে
এলাকায় অবিলম্বে একটি হিন্দি বালিকা বিদ্যালয় চালুর দাবিতে বৃহস্পতিবার আসানসোল হিন্দি অ্যাকাডেমির রানিগঞ্জ শাখা গণস্বাক্ষর অভিযান চালাল রানিগঞ্জের বড়াপট্টি কলেজ পাড়া এলাকায়। এই উপলক্ষে এ দিন বিকেলে একটি সভায় ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, প্রাক্তন হিন্দি অধ্যাপক ডিপি বানোয়াল প্রমুখ। জিতেন্দ্রবাবু বলেন, “রনিগঞ্জে বহু মানুষ হিন্দিভাষী। অথচ হিন্দি বালিকা বিদ্যালয় আছে একটি।” জিতেন্দ্রবাবু জানান, শিক্ষামন্ত্রীর কাছেও তাঁরা এই দাবি জানিয়েছেন।

জামুড়িয়ায় শিবির
অসংগঠিত শ্রমিক কর্মচারীদের বিমা পরিকল্পনা শিবির হল জামুড়িয়া পুরসভায়। ৭২০ জন বিমা কার্ড করান। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি মাসে রাজ্য সরকার ২০ টাকা করে দেবে এবং উপভোক্তাদের ২০ টাকা করে দিতে হবে।

পরপর চুরি
পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটল মঙ্গলকোটের যজ্ঞেশ্বরডিহি গ্রামের। পুলিশ জানায়, বুধবার রাতে দুষ্কৃতীরা প্রথমে দু’টি ফাঁকা বাড়িতে চুরি করে। তার পরে অন্য কয়েকটি বাড়ি থেকেও বাসনপত্র ও আসবাব চুরি করে পালায়। পুলিশ জানায়, তদন্ত চলছে।

কোথায় কী
কাটোয়া: ফুটবল প্রতিযোগিতা। পানুহাট আদর্শপল্লি স্কুল ময়দান। বিকাল সাড়ে তিনটা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
দুর্গাপুর: দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। অআকখ মাঠ। বিকাল তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
চিত্তরঞ্জন: ফুটবল প্রতিযোগিতা। ওভাল মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টা।
পাণ্ডবেশ্বর: ফুটবল প্রতিযোগিতা। বাজারি মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.