রাজ্যের কৃষি দফতরে কেরানি নিয়োগের জন্য ২০০৭ সালের নভেম্বরে পরীক্ষা নেওয়া হয়েছিল। তাতে সফলদের মধ্য থেকেই ৩৩১টি লোয়ার ডিভিশন বা এলডি করণিক-পদে নিয়োগ করতে হবে বলে মঙ্গলবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি নিশিতা মাত্রে ও বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর ডিভিশন বেঞ্চ এ দিন রাজ্য সরকারের আপিল মামলা খারিজ করে দিয়ে জানায়, পাঁচ বছর আগের লিখিত পরীক্ষায় ৯৯৩ জন প্রার্থী সফল হন। সেই তালিকা থেকেই ৩৩১টি পদে অবিলম্বে নিয়োগ শুরু করতে হবে। ২০০৮ সালের ১৮ জানুয়ারি তৎকালীন কৃষিসচিব ওই নিয়োগ পরীক্ষা খারিজ করে দিয়ে বিজ্ঞপ্তি দেন। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে রাজীব রায়-সহ কিছু প্রার্থী রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল কৃষিসচিবের বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। কৃষি দফতর হাইকোর্টে যায়। ট্রাইব্যুনালকে নতুন ভাবে বিচার করতে বলে হাইকোর্ট। ট্রাইব্যুনাল পুনর্বিচারে সচিবের বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। গত ২২ অগস্ট রাজ্যের নতুন সরকার ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে। সরকারের বক্তব্য, ওই সব পদে নিয়োগের জন্য ফের পরীক্ষা নেওয়া প্রয়োজন। হাইকোর্ট সরকারের আবেদন খারিজ করে দিয়ে ট্রাইব্যুনালের রায়ই বহাল রাখে। তাদের নির্দেশ, যে-সব আবেদনকারী মামলা করেছিলেন, তাঁদের প্রত্যেককে ২০০০ টাকা করে ক্ষতিপূরণও দিতে হবে সরকারকে।
|
জেলে মোবাইল ব্যবহার রুখতে জ্যামার বসানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। দমদম জেলে ১৫ দিন তা ব্যবহার করে ফল দেখে কেন্দ্রের অনুমতি চাওয়া হবে।
|
ফের পরিবহণ দফতরের অন্তর্ভুক্ত হচ্ছে অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগ। নতুন সরকার ওই বিভাগের ভার দিয়েছিল সমবায়মন্ত্রীকে। তা পরিবহণমন্ত্রীর হাতেই যাচ্ছে। |