চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের ‘ব্যাটল অব দ্য ডে’ যদি ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ হয়, দ্বিতীয় দিনে সেই শিরোপা পাবে চেলসি-জুভেন্তাস ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় এর খুব কাছাকাছি থাকবে গত বারের রানার্স বায়ার্ন মিউনিখ এবং ভালেন্সিয়ার ম্যাচ। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনের কাছে এই চ্যাম্পিয়ন্স লিগটাই গুরুত্বপূর্ণ। গত বারের গ্রুপ লিগ থেকে বিদায়ের লজ্জা দূর করতে হবে যে! তুলনামূলক ভবে সহজ শুরু বার্সেলোনার। লিওনেল মেসিদের প্রতিপক্ষ রাশিয়ার জৌলুস হারানো স্পার্টাক মস্কো। গত বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসি প্রিমিয়ার লিগে ভাল শুরু করলেও ইউরোপীয় সুপার কাপে জোর ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদের কাছে। ফালকাওয়ের হ্যাটট্রিকে ৪-১ হেরেছে রবের্তো দি’মাত্তিও-র ছেলেরা। অন্য দিকে গত বারের সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্তাস মরসুমটা দারুণ শুরু করেছে। ইতালিয়ান সুপার কাপ জিতেছে। প্রীতি ম্যাচে এসি মিলানকেও হারিয়েছে। সব মিলিয়ে আন্তোনিও কোন্তের দল ছন্দেই আছে। লন্ডনের ক্লাবটির জন্য সুখবর শনিবার কিউপিআর-ম্যাচে চোট পেলেও সুস্থ হয়ে দলে ফিরছেন জন টেরি। সমস্যা বরং তোরেসকে নিয়ে। ফর্মে না থাকা তোরেসকে শনিবারের ওই ম্যাচে তুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে। যদিও ঘরের মাঠে আজ প্রথম দলেই থাকছেন তিনি ধরা হচ্ছে।
|
অনূর্ধ্ব ১৬ আন্তঃ জেলা ফুটবল প্রতিযোগিতায় আগামী বৃহস্পতিবার কোচবিহারের মুখোমুখি হতে চলেছে বীরভূম। ওই খেলা হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সিউড়ি ক্রীড়া সংস্থার মাঠে গত ১৫ সেপ্টেম্বর থেকে তিনদিনের একটি আবাসিক প্রশিক্ষণ শিবির করে ১৮ জনের ওই জেলা দল গঠন করা হয়েছে বলে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। |