অবৈধ ভাবে ‘পুকুর’ ভরাটের অভিযোগ তুলে পুরসভা এবং প্রশাসনের দ্বারস্থ হল বোলপুরের ব্যবসায়ী সঙ্ঘ। এই মর্মে ব্যবসায়ী সঙ্ঘের তরফ থেকে সম্প্রতি পুরপ্রধান ও মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “জলাভূমি ভরাটের অভিযোগ তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুরসভাকেও বিষয়টি দেখতে বলা হয়েছে।” এর আগে বোলপুর শহরের বেশকিছু ‘পুকুর’ ভরাট করে আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়ার প্রতিবাদে জনপ্রতিনিধি, নাগরিক সমিতি থেকে বণিকসঙ্ঘ সরব হয়েছে। এ বার পুরসভার দু’টি ওয়ার্ডে ‘পুকুর’ ভরাটের অভিযোগ উঠেছে। |
ব্যবসায়ী সঙ্ঘের সভাপতি মুরসেদ নেওয়াজ খানের দাবি, “৩ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের পাশে ৩৪৫৫ দাগ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডের ৩৩২২ ও ৩৩২৩ দাগে ‘পুকুর’ অবৈধ ভাবে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করার পরেও ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ।” এ ব্যাপারে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌরভ দেবরায় বলেন, “এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ৩ নম্বর ওয়ার্ডের ওই ‘পুকুরে’র মালিক খোকন রায়। তাঁর দাবি, “৫০ বছর ধরে ওই ডোবায় আবর্জনা, নোংরা, মাটি বাসিন্দা ও দোকানদাররা ফেলছেন। আমরা কেন ওটা বোজাতে যাব।” ১০ নম্বর ওয়ার্ডের ঘোষ পরিবারের পক্ষে সমরবাবু কোনও মন্তব্য করতে চাননি।
পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, “জলাভূমি সংস্কারের জন্য সম্প্রতি আলোচনা হয়েছে। সব পক্ষের উদ্যোগে ওই জলাভূমি সংস্কার করা হবে।”
|
শালকাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বন দফতর ও পুলিশের যৌথ অভিযানে চোরাই শালকাঠ বোঝাই একটি লরি ধরা পড়েছে কলাইকুণ্ডার কাছে। রবিবার রাতে আটক করা হয় লরিটি। চালক অবশ্য পালিয়েছেন। লরিটিতে লক্ষাধিক টাকার কাঠ ছিল বলে বন দফতর জানায়। ওই রাতে বন দফতরের হিজলি, কলাইকুণ্ডা রেঞ্জ ও খড়্গপুর লোকাল থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এই সব কাঠ কোন জঙ্গল থেকে কাটা হয়েছে, কোথায় পাচার করা হচ্ছিল, তদন্তে সবই খতিয়ে দেখা হচ্ছে।
|
শাবকের মৃত্যু
সংবাদসংস্থা • বডোদরা |
গির রাষ্ট্রীয় উদ্যানে ট্রেনের ধাক্কায় মারা গেল ৬ মাস বয়সের এক সিংহশাবক। |