মিনিবাস নয়ানজুলিতে
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
নয়ানজুলিতে মিনিবাস উল্টে জখম হলেন ৩৫ জন যাত্রী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার কালীনগরের কাছে উলুবেড়িয়া-শ্যামপুর রোডে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে ভর্তি করিয়ে নেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মিনিবাসটি উলুবেড়িয়া-মাধবপুর ভায়া বোয়ালিয়া রুটের। বেলা সাড়ে ১০টা নাগাদ সেটি উলুবেড়িয়া থেকে মাধবপুরের দিকে রওনা দেয়। কালীনগরের কাছে একই রাস্তায় উল্টো দিক থেকে একটি গাড়ি আসছিল। সেটিকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মিনিবাসটি নয়ানজুলিতে উল্টে যায়। মিনিবাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় যুবকেরা ছুটে আসেন। তাঁরা বাসের দরজা এবং জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশ-দমকলকে কিছু ক্ষণ পরে পুলিশ এবং দমকল হাজির হয়। |
অ্যামোনিয়া সিলিন্ডার ফাটল |
দুগ্ধশীতলকরণ কেন্দ্রের অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে মঙ্গলবার সকালে আতঙ্ক ছড়াল পুড়শুড়া বিডিও অফিস-সংলগ্ন এলাকায়। দমকলের দু’টি গাড়ি থেকে জল ছিটানো হয়। কেউ অসুস্থ না হলেও ওই কেন্দ্রের দু’শো মিটার পর্যন্ত এলাকায় ঘাস ঝলসে গিয়েছে। সংলগ্ন মাঠের ধানচারারও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ‘বিদ্যাসাগর ডেয়ারি’ ওই দুগ্ধশীতলকরণ কেন্দ্রটি মাস তিনেক ধরে বন্ধ থাকার পরে গত রবিবারই চালু হয়েছে। ঘটনার সময়ে ভিতরে ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। সাড়ে ১১টা নাগাদ তীব্র শব্দে সিলিন্ডারটি ফাটে। সে সময়ে পুড়শুড়ার ওসি বরুণ মিত্র ওই এলাকাতেই গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। তিনি শ্রমিকদের নিরাপদে বের করার ব্যবস্থা করেন। |
হাওড়া আদালতের নতুন ভবন তৈরির জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও দোকানদারকে উচ্ছেদ করা যাবে না বলে জানান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। আগে হাইকোর্ট উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়। কিন্তু মামলায় অংশ নিতে চেয়ে সরকার আবেদন করায় চূড়ান্ত রায় দেওয়া যায়নি। |
ফের কুয়োয় পড়ে মৃত্যু হল যুবকের। মঙ্গলবার, লিলুয়া থানার চামরাইলে। মৃতের নাম রঞ্জন বাগানি (৩৮)। পুলিশ জানায়, তিনি রবিবার থেকে নিখোঁজ ছিলেন। এ দিনই বালির বেলানগরে পুকুর থেকে অসীমকুমার কর্মকার নামে এক ব্যক্তির মৃতদেহ মেলে। |