টুকরো খবর |
লোধাশুলিতে সিমেন্ট কারখানা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বাম জমানায় বছর সাতেক আগে শিল্পের জন্য এক বেসরকারি সংস্থাকে জমি বিক্রি করেছিলেন ঝাড়গ্রামের লোধাশুলি অঞ্চলের ৫৫ জন কৃষক। জমিদাতাদের দাবি, পরিবার পিছু এক জনের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পেয়েই তাঁরা তুলনামূলক কম দামে ওই অনুর্বর জমি সংস্থাকে বেচেন। ২০০৬ সালে লোধাশুলির খাসজঙ্গল মৌজায় ১৪ একর জমিতে সংস্থাটির একটি সিমেন্ট কারখানা গড়া হয়। কিন্তু সংস্থাটি প্রতিশ্রুতি পালন করেনি বলে অভিযোগ। বছর দু’য়েক আগে জঙ্গলমহলে অশান্তির সময়ে কারখানার কাজ বন্ধ হয়ে যায়। গত বছর ‘রুফার্স’ গোষ্ঠী কেনে কারখানাটি। নবরূপে সেই কারাখানারই উদ্বোধন হল মঙ্গলবার। এ দিনও সংস্থার পক্ষ থেকে জমিদাতাদের পরিবার পিছু কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়। জমিদাতারা সংস্থার এই কারখানায় জমিদাতাদের নিয়োগ করার প্রতিশ্রুতি দেন রুফার্স গ্রুপের সিএমডি (চেয়ারম্যান ও এমডি) হীরকনাথ সাঁউথ। তিনি বলেন, “প্রথম পর্যায়ে দৈনিক দু’শো মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। |
|
লোধাশুলিতে সিমেন্ট কারখানার উদ্বোধন। —নিজস্ব চিত্র। |
আপাতত স্থানীয় ভাবে দেড়শো শ্রমিক নিয়োগ করব। তার মধ্যে জমিদাতারাও থাকবেন।” সংস্থার প্রেসিডেন্ট অঞ্জন বন্দ্যোপাধ্যায়ও বলেন, “স্থানীয়দের প্রাধান্য দিয়েই কর্মী ও শ্রমিক নিয়োগ করা হবে।” কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলার কার্যকরী সভাপতি নির্মল ঘোষ প্রমুখ। কারখানাটির উদ্বোধন করার কথা ছিল শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে কলকাতায় জরুরি বৈঠক থাকায় পার্থবাবু অনুষ্ঠানে আসতে পারেননি। তবে অনুষ্ঠান মঞ্চে সৌমেনবাবুর মোবাইলের মাধ্যমে শুভেচ্ছাজ্ঞাপন করেন পার্থবাবু।
|
পর্যটন উৎসবের প্রস্তুতি দিঘায়
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ফের পযর্টন উৎসবের আয়োজন হল সৈকত শহর দিঘায়। তবে এবার শুধু পযর্টন উৎসব নয় তার সঙ্গে বাঙালির রসনা তৃপ্তির সেরা উপাদান ইলিশ উৎসবও চলবে। আগামী ২৭ জানুয়ারি বিশ্ব পযর্টন দিবস উপলক্ষে রাজ্যের নগরোন্নয়ন দফতর ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই পযর্টন উৎসবের আয়োজন করেছে। উৎসবের অঙ্গ হিসেবে নিউ দিঘার সৈকত জুড়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ওল্ড দিঘায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নিবার্হী আধিকারিক সৌমেন পাল জানান। সৌমেনবাবু বলেন, “নিউ দিঘার সৈকত জুড়ে বিচভলি, কবাডি ও খো-খো খেলার পাশাপাশি পযর্টকদের জন্য মিউজিক্যাল চেয়ার, ক্যুইজ ও নানা ‘ফান গেমস’-এর আয়োজন করা হয়েছে। ওল্ড দিঘায় কলকাতার সাংস্কৃতিক শিল্পীদের এনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়েছে। পাশাপাশি দিঘা মোহনাতে পযর্টকদের রসনা তৃপ্তির জন্য ২৭ ও ২৮ সেপ্টেম্বর দু’দিন ধরে দিঘা ফিসারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘ইলিশ উৎসব’এর আয়োজন করা হয়েছে।” চলতি বছরেরই জানুয়ারি মাসেই দিঘায় পর্যটন উৎসব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘাকে জাতীয় পযর্টনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা নিয়ে কয়েক কোটি টাকা ব্যয়ে ওই উৎসবের আয়োজন করা হয়েছিল। এমনকী মুখ্যমন্ত্রী দিঘাকে গোয়ার মতো করে তৈরি করার কথাও বলেছিলেন। সেই মতো সেজে উঠছে সৈকত-সুন্দরী দিঘা।
|
খুচরো মূল্যবৃদ্ধি ১০.০৩ শতাংশে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অগস্টে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ছাড়াল ১০%। জুলাইয়ের ৯.৮৬% থেকে বেড়ে তা ছুঁয়েছে ১০.০৩%। ভোগ্যপণ্যের মূল্য সূচক অনুসারে শাক-সব্জির আকাশছোঁয়া দরই খুচরো বাজারে দাম বাড়ায় ইন্ধন জুগিয়েছে। শুধু শাক-সব্জির দামই অগস্টে বেড়েছে ২০.৭৯%। শহরে এই মূল্যবৃদ্ধি ১০.১৯%, গ্রামাঞ্চলে ৯.৯০%। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গড়া ব্রিক্স রাষ্ট্রগুলির মধ্যে ভারতেই এই মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি।
|
সুদ কমাল স্টেট ব্যাঙ্ক |
বাড়ি, গাড়ি সমেত সমস্ত ঋণে সুদ কমছে স্টেট ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির পর বেস রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৭৫% করল তারা। যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। |
|