ছাপা যাবে না কেটের ছবি, রায় আদালতের |
দিন কয়েকের টানাপোড়েনের পর অবশেষে স্বস্তি। ‘সম্মান’ পুনরুদ্ধারের লড়াইয়ে প্রথম পর্বে জিতল ব্রিটিশ রাজপরিবার। ফ্রান্সের এক আদালত আজ জানিয়েছে, স্বামীর সঙ্গে রাজবধূ কেট মিডলটনের ঘনিষ্ঠ ছবিগুলি ভবিষ্যতে আর ছাপতে পারবে না সংশ্লিষ্ট ইতালীয় পত্রিকাটি। এই নির্দেশ অমান্য করলে দশ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে ওই পত্রিকার। চব্বিশ ঘণ্টার মধ্যে সবক’টি ছবি উইলিয়াম-কেটকে ফেরত দিতেও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পত্রিকাকে। ছবি ছাপার দায়ে সাসপেন্ড হয়েছেন এক আইরিশ পত্রিকার সম্পাদকও। ন’দিনের সফরের শেষ পর্বে এখন প্রশান্ত মহাসাগরের টুভালু দ্বীপে উইলিয়াম-কেট।
|
পোষা কুকুর আদর করতে ঝাঁপিয়ে পড়ায় হাতে রাখা বন্দুকের ট্রিগার আচমকাই টিপে যায়। তাতে মারাত্মক জখম হয়েছেন মালিক। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ঘটনা।
|
গাঁধীর প্রিয় খাবারের কথা মাথায় রেখে ‘মহাত্মা থালি’ নামে এক নতুন ধরনের খাবার তৈরি করা হয়েছে। এই ‘অভিনব’ চেষ্টার সৌজন্যে রয়েছে লন্ডনের রেস্তোরাঁ।
|
সন্ত্রাসবাদী ভাইদের সঙ্গে যোগ রাখার অপরাধে জার্মানিতে গ্রেফতার হলেন এক জার্মান-আফগান যুবক। ধৃতের নাম মহম্মদ সালিম বলে জানিয়েছে জার্মান প্রশাসন।
|
তাঁকে নাকি হুবহু নকল করেছেন লেডি গাগা। মঙ্গলবার নিউ জার্সির এক অনুষ্ঠানে দর্শকদের সামনে এই কথা জানিয়েছেন পপ তারকা ম্যাডোনা। |