ছাত্র পরিষদ ও এসএফআইয়ের আন্দোলনের জেরে সোমবার স্নাতকোত্তর কোর্সের প্রথম বর্ষের ফর্ম বিলি শুরু করতে পারল না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এবার ওই কোর্সে ভর্তি জন্য সরকারি নির্দেশ অনুসারে, ৬০ শতাংশ নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ৪০ শতাংশ বাইরে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হতে পারবেন। এরই বিরুদ্ধে সরব দুটি সংগঠন। এদিন উপাচার্য এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ঘরের সামনে বিক্ষোভ করেন ছাত্র পরিষদ ও এসএফআই কর্মী সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারী বলেন, “আমাদের সরকারি নিয়ম মানতেই হবে। এ দিন ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে স্নাতকোত্তর কোর্সের ফর্ম বিলি করা যায়নি।” বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বর্ষের ফল প্রথমে বার হয় ২৪ অগস্ট। ভুলের জন্য কলেজে কলেজে ছাত্র বিক্ষোভ শুরু হয়। ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় ফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য ১৭ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পযর্ন্ত ফর্ম বিলি করার নোটিশ জারি করা হয়। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, “গত বছর স্নাতকোত্তর কোর্সে ভর্তির নিয়ম ছিল নিজ বিশ্ববিদ্যালয়ের ৯৫ ছাত্রছাত্রী সূযোগ পাবে। ৫ শতাংশ বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে। দেরিতে ফল বার হওয়ার জন্য ছাত্রছাত্রীরা বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি ৬০ শতাংশ ও ৪০ শতাংশের নিয়মে মাঝারি ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।” এসএফআইয়ের ইংরেজবাজার শহর লোকাল কমিটির সম্পাদক জাকির হোসেন বলেন, “স্নাতকোত্তর কোর্সে ৯০০ আসন। নতুন নিয়মে গৌড়বঙ্গের মাত্র ৫৪০ জন ছাত্রছাত্রী স্নাতকোত্তর কোর্সে ভর্তির সূযোগ পাবেন। নতুন নিয়ম মানি না।”
|
রাস্তায় ধারে দশ চাকার ট্রাক চায়ের দোকানের মধ্যে উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে কালিয়াচক থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের ডাঙামোড়ে ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন কালিয়াচক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ইমরান আলি (২১), দিনমজুর ইব্রাহিম শেখ (২৫) এবং সাদ্দাম শেখ (২৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জাতীয় সড়কের অবস্থা বেহাল। একটি পরিবহণ সংস্থা ট্রাকটি কলকাতা থেকে মালদহ আসছিল। একটি ছোট গাড়িকে পাশ কাটাতে গিয়ে গর্তে পড়ে দোকানের মধ্যে উল্টে যায়। ট্রাকটি আড়াআড়ি রাস্তায় পড়ে থাকায় ওই রাস্তায় যানজট হয়।
|
ট্রান্সফর্মারের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বাসিন্দারা। সোমবার চোপড়া থানার সোনাপুর এলাকাতে ঘটনাটি ঘটে। বাসিন্দারা জানান, সোনাপুরের মেঠাপুর এলাকাতে প্রায় দুই মাস ধরে ট্রান্সফর্মার বিকল হয়ে রয়েছে। বিদ্যুৎ দফতরেজানিয়েও লাভ হয়নি। এর আগেও একই দাবিতে ওই এলাকাতে জাতীয় সড়ক অবরোধ হয়। প্রায় ২ ঘন্টা অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
|
অ্যাসিড দিয়ে তালা গলিয়ে বাড়ি থেকে দু’টি বাইক চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ইসলামপুর থানার আমবাগান কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রাতে ডেভিড দাস নামে এক ব্যক্তির বাড়ির ভিতরে একটি ঘরের তালা ভেঙে দুটি বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
|
ট্রান্সফর্মারের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সোমবার চোপড়া থানার সোনাপুর এলাকাতে ঘটনাটি ঘটেছে। |