টুকরো খবর
ভেঙে পড়ল মন্দিরের চুড়ো
ভেঙে পড়ল গড়পঞ্চকোট পাহাড়ের পাদদেশে থাকা পঞ্চরত্ন মন্দিরের একটি চূড়ো। স্থানীয় ধারা উন্নয়ন সমিতির তরফে ঘটনাটি প্রশাসনের কাছে ঘটনার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। নিতুড়িয়া ব্লকের গড়পঞ্চকোট পাহাড়ে একসময় পঞ্চকোট রাজবংশের রাজধানী ছিল। পুরুলিয়ার লোক-গবেষক সুভাষ রায় জানান, ঐতিহাসিকদের মতে এই রাজবংশটি দীর্ঘ ৮০০ বছর রাজত্ব করেছে। সেই সময় তাঁরা বহু মন্দির নির্মাণ করেছিলেন এই পাহাড়ে। তার মধ্যে যে ক’টি অবশিষ্ট রয়েছে, এই পঞ্চরত্নের মন্দির তার অন্যতম। ধারা উন্নয়ন সমিতির সম্পাদক উমাপদ বন্দ্যোপাধ্যায় বলেন, “সম্প্রতি এক রাতে ভেঙে পড়েছে মন্দিরের সামনের দিকের একটি চূড়ো। প্রশাসনকে জানানো হয়েছে।” তাঁর অভিযোগ, একাধিকবার মন্দির-সহ পাহাড়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি রক্ষনাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সমস্ত মহলে আবেদন জানানো হয়। তার পরেও রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণেই নষ্ট হচ্ছে ঐতিহাসিক নিদর্শনগুলি। রঘুনাথপুরের বিধায়ক পূণর্র্চন্দ্র বাউরি বলেন, “কয়েকদিনের টানা বৃষ্টিতে জীণর্র্ হয়ে পড়া ওই মন্দিরের চূড়োটি ভেঙে পড়েছে। তবে ইতিমধ্যেই পুরাতত্ত্ব সর্বেক্ষণের প্রতিনিধিরা এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন। ফলে পাহাড়ের ঐতিহাসিক নির্দশনগুলির রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত শুরু হওয়ার বিষয়ে আশাবাদী।”

বন্দিদের নিয়ে শিবির পুরুলিয়া সংশোধনাগারে
সংশোধনাগারের বন্দিদের নিয়ে শুরু হল সপ্তাহব্যাপী যোগ ও প্রাণায়াম শিবির। পুরুলিয়া মহিলা সংশোধনাগারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সোমবার থেকে ওই শিবির শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ। তিনি বলেন, “অনেক সময়ই বন্দিদের মধ্যে মানসিক অবসাদ তৈরি হয়। তাঁদের মানসিক জোর দেবে।” ওই জেলে ২১ জন সাজাপ্রাপ্ত-সহ মোট ৬৫ জন বন্দী শিবিরে যোগ দিয়েছেন। প্রশিক্ষণ দিচ্ছেন তমন্না মাইতি। তিনি জানান, প্রথমদিন দু’টি প্রাণায়াম শেখানো হয়েছে। ধীরে ধীরে খেলা বা গল্পের ছলে তাঁদের যোগ শেখানো হবে। জেল সুপার সুদীপ বসু বলেন, “বন্দিরা অনেকেই নানা কারণে ভেঙে পড়েন। হতাশায় পড়ে মানসিক রোগেও ভেগেন কেউ কেউ। তাঁদের এই শিবির থেকে অনেক কিছুই শেখার থাকবে।” শিবিরে ছিলেন অতিরিক্ত জেলাশাসক হৃষিকেশ মুদি। আনন্দমঠ হোমেও এই ধরনের শিবির শুরু হয়েছে। ছবি: সুজিত মাহাতো।

খোঁজ মেলেনি স্কুলপড়ুয়ার
রাহুল পাণ্ডে।
এক মাস কেটে গেলেও খোঁজ মেলেনি পুরুলিয়া শহরের মুন্সেফডাঙা টিকাপাড়া এলাকার কিশোর রাহুল পাণ্ডের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় রাজস্থান বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র রাহুল গত ১৬ অগস্ট রাতে বাড়ি থেকে বের হয়। তার পর বাড়ি ফেরেনি। বাবা কানাই পাণ্ডে বলেন, “কয়েক দিন ধরে লক্ষ্য করছিলাম ছেলে ৯টা- সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফিরছিল। ওই দিনও সে একই সময়ে বাড়ি ফেরায় আমি বকাঝকা করি। চুপচাপ থেকে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।” পরের দিন থানায় নিখোঁজ ডায়েরি হয়। পুলিশ জানায়, তল্লাশি চলছে।

পথ শিবির
দুর্ঘটনা এড়াতে ও মানুষকে সচেতন করতে পথ সচেতনতা শিবিরের আয়োজন করছে বাঁকুড়া পুলিশ। মাসখানেক আগে বাঁকুড়ার মাচানতলার মোড়ে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের হাতে ফুল ও চকোলেট দিয়ে ট্রাফিক আইন বোঝানো হয়েছিল। একই পদ্ধতিতে রবিবার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর মোড়ে ‘দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সহযোগিতায় একটি পথ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি (প্রশাসন) অম্লান ঘোষ, গঙ্গাজলঘাটির সিআই ভবেশ মল্লিক, ওসি চন্দন ভট্টাচার্য-সহ অনেকে। অম্লানবাবু বলেন, “ট্রাফিক আইন লঙ্ঘন করায় আজ ফুল ও চকোলেট দেওয়া হল। এর পর থেকে ব্যবস্থা নেওয়া হবে।”

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়রের বিউর গ্রামের কাছে, ইন্দাস-রসুলপুর রাস্তায়। পুলিশ জানায়, মৃত গণপতি রুইদাসের (৪৫) বাড়ি বিউর গ্রামেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.