স্কুল পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল বাঁকুড়ার সিমলাপালে। রবিবার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর বিজয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যামন্দিরে পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনে নির্বাচন হয়। সিপিএমের ৬ জন ও তৃণমূলের দু’টি গোষ্ঠীর ১২ জন--মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জেলা নেতা দিলীপ পণ্ডার প্যানেলের ৬ জন প্রার্থীই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর বিরোধী প্রাক্তন ব্লক সভাপতি অশোক ষন্নিগ্রহী গোষ্ঠীর প্যানেলের প্রার্থীরা সকলেই পরাজিত হয়েছেন।
প্রধান শিক্ষিকা মিতা সিংহবাবু বলেন, “স্কুলে অভিভাবকদের সদস্য সংখ্যা ৬৮৭। তার মধ্যে ৫৮৫ জন ভোট দিয়েছেন। তিনটি প্যানেলের মোট ১৮ জন প্রার্থী ছিলেন। একটি প্যানেলের ৬ জন প্রার্থীই জয়ী হয়েছেন।” দিলীপবাবু বলেন, “প্রকৃত তৃণমূল প্রার্থীদেরই জিতিয়েছেন। দলের বিক্ষুব্ধদের উচিত শিক্ষা দিয়েছেন।” অশোকবাবুর অবশ্য দাবি, “কংগ্রেসের সঙ্গে আঁতাত করেই দিলীপ পণ্ডার গোষ্ঠীর প্রার্থীরা জয়ী হয়েছেন। তা ছাড়া, কোনও দলের প্রতীকে ভোট হয়নি। অভিভাবকেরা যাঁদের পচ্ছন্দ করেছেন তাঁদেরকে জিতিয়েছেন।” |