জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কেন্দ্রীয় মন্ত্রী করার দাবি তুললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। প্রণববাবু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর জায়গায় জঙ্গিপুরে তাঁরই পুত্র অভিজিৎকে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। জঙ্গিপুরে সেই নির্বাচনী প্রচারে এসে অধীর চৌধুরীকে মন্ত্রী করার দাবি প্রকাশ্যে তুলে প্রথম দিনেই অধীরবাবু-সহ দলীয় কর্মীদের সেই ক্ষোভ প্রশমনে সচেষ্ট হলেন অভিজিৎবাবু। তিনি বলেন, “যোগ্য সংগঠক হিসেবে তিন বার লোকসভায় জয়ী হলেও প্রাপ্য সম্মান পাননি তিনি। এ রাজ্য থেকে দু’জনকে মন্ত্রী করার দাবি জানানো হয়েছে দিল্লিতে দলীয় হাইকমান্ডের কাছে। অধীরবাবু তাঁদের অন্যতম। জোট রাজনীতির কিছু বাধ্য-বাধকতার কারণে তা হয়তো সম্ভব হয়নি। আশা করছি কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেখা যাবে অধীরবাবুকে।” |
অভিজিতের এই দাবি প্রসঙ্গে অবশ্য কোনও কথাই বলেননি অধীরবাবু। অধীরবাবু বলেন, “গত কিছু দিনে কংগ্রেস থেকে কিছু নেতা ও কর্মী জঙ্গিপুরে দলত্যাগ করলেও কার্যত তাঁরা দলের উচ্ছিষ্ট। তাদের থাকা না থাকায় কংগ্রেসের কিছুই যায় এসে যায় না। কংগ্রেস জঙ্গিপুরে একাই লোকসভা নির্বাচনে লড়াইয়ের ক্ষমতা রাখে।” তবে তৃণমূলের নাম না করে তাঁর মন্তব্য ‘‘কেউ কংগ্রেস প্রার্থীকে সমর্থন করলে আমি খুশি হব।’’
এ দিন অবশ্য অধীরবাবু একটি বারের জন্যও জঙ্গিপুরের কংগ্রেসে জয় নিয়ে কোনও কথা বলেননি। তিনি বলেন, “ভোটে সাফল্য পাওয়ার জন্যই সবাই লড়াই করে। আমরাও সেই মত লড়ব। প্রণববাবু জঙ্গিপুরে বহু কাজ করে যেতে পারেননি। তাঁর ছেলে অভিজিৎ সেই কাজ সম্পূর্ণ করতে পারবে বলে আমরা আশাবাদী। লড়াই এবার অবশ্যই হবে সিপিএমের সঙ্গে। সেখানে অন্য কোনও তৃতীয় শক্তিকে গুরুত্বই দিচ্ছি না আমরা।” এদিন নির্বাচনী প্রচারে এসে কর্মীদের সঙ্গে প্রায় দু’ঘন্টা ধরা ঘরোয়া বৈঠক করেন অভিজিৎ। সেখানে সাংসদ মান্নান হোসেন-সহ জেলার দলীয় বিধায়করা উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মী বিক্ষোভের আশঙ্কায় সাংবাদিকদের থাকার অনুমতি দেওয়া হয়নি। |