টুকরো খবর
সমবায় ভোটেও তৃণমূলের মারামারি
জেলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ‘শাসক’ তৃণমূল। হামেশাই বাধছে সংঘর্ষ। এ বার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়াল ঘাটালের মুগরালে। ঘটনায় আহতদের প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে ফিরোজ খান নামে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। গত রবিবার ঘাটাল ব্লকের জয়নগর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব থাকায় ভোট ঘিরে উত্তেজনা ছিলই। সোমবার বিকেলে জয়নগর সংলগ্ন মুগরাল গ্রামে হঠাৎই দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি অজিত দে বলেন, “সিপিএমের দুষ্কৃতীরাই ঘটনাটি ঘটিয়েছে।” যদিও সিপিএমের ঘাটাল জোনাল সম্পাদক অশোক সাঁতরা বলেন, “ওখানে আমাদের কোনও সংগঠন নেই। ঘটনায় সিপিএম জড়িত নয়।” ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ টহল চলছে। তদন্ত শুরু হয়েছে।”

সিপিএম ছেড়ে তৃণমূলে ৫০০
তিন সিপিএম গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ প্রায় ৫০০ সিপিএম সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার বিকেলে ব্লকের পদিমা-১ গ্রাম পঞ্চায়েতের নিউ দিঘা ত্রিকোণ পার্কে আয়োজিত সভায় পদিমা-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরমানন্দ রাউল, গ্রাম পঞ্চায়েত সদস্য সুবল দলাই, গোকুল দাস ও প্রশান্ত জানা-সহ সিপিএম সংগঠনের বিভিন্ন পদাধিকারীদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তৃণমূলের জেলা সম্পাদক মামুদ হোসেন, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপত দেবব্রত দাস। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূতর্ কর্মাধ্যক্ষ নিতাই সার, পঞ্চায়েত সদস্য মনীন্দ্র দত্ত ও পদিমা-১ গ্রামপঞ্চায়েত প্রধান অম্বিকা জানা প্রমুখ।

বৃদ্ধের দেহ বাসস্ট্যান্ডে
রবিবার সন্ধ্যায় গোয়ালতোড় বাসস্ট্যান্ড থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল। পুলিশ জানিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৭৫ বছর। সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস ধরে ওই বৃদ্ধ গোয়ালতোড় বাসস্ট্যান্ডে থাকতেন। রবিবার সন্ধ্যায় বাসস্ট্যান্ডের পেছনে তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, বয়সজনিত কারণেই এই মৃত্যু।

স্কুলভোটে জয়ী সিপিএম
রবিবার ঘাটালের মনোহরপুর মার্কস হাইস্কুলের পরিচালন কমিটির নির্বাচনে সিপিএম মনোনীত প্রার্থীরা জয়ী হলেন। আগেও ওই স্কুলে সিপিএমই ক্ষমতায় ছিল। অবশ্য এ দিন মনোহরপুর সংলগ্ন প্রতাপপুর হাইস্কুলের নির্বাচনে তৃণমূল সমর্থিতরা জয়ী হন। চন্দ্রকোনার রামজীবনপুর হাইস্কুলের পরিচালন কমিটির নির্বাচনে ফের তৃণমূল ও কংগ্রসে জোট মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

স্কুলে নতুন ভবন
রবিবার কাঁথি দেশপ্রাণ ব্লকের হরিপুরে শিশুশিক্ষা কেন্দ্র ও পেটুয়া আপার প্রাইমারি স্কুলের নতুন গৃহের উদ্বোধন হল। উদ্বোধন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। ছিলেন বিধায়ক বনশ্রী মাইতি ও দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা।

ডাকাত সন্দেহে ধৃত
ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ নাজমুল স্থানীয় ভিকুবাড় গ্রামের বাসিন্দা। নয়াগ্রামের পাইকা জামদহড়া এলাকায় বোনের বাড়ি থেকে রবিবার রাতে ধরা হয় তাকে। ২২ জুলাই দাঁতন থানার সগড়া গ্রামে এক ব্যক্তির বাড়ি ও লাগোয়া মন্দিরে ডাকাতি হয়েছিল। তার জেরেই এই গ্রেফতার। এই নিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে ধরল পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.