|
|
|
|
গাড়ি উল্টে হলদিয়ায় জখম ২৫ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
একে বিশ্বকর্মা পুজো। তার উপরে বাস ধর্মঘট। তাই ভরসা যন্ত্রচালিত ভ্যান বা ছোট লরি। সোমবার সকাল থেকেই গন্তব্যে পৌঁছতে মাত্রাতিরিক্ত মানুষ ভিড় করছেন এই ছোট লরিগুলিতে।
যাত্রীবোঝাই এমনই এক ছোট লরি দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী। সোমবার হলদিয়ার ভবানীপুর থানার বাড়সুন্দরার কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। আহতদের মধ্যে ২১ জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিন জনের অবস্থা গুরুতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে বাস ধর্মঘটে নাকাল যাত্রীরা যন্ত্রচালিত ভ্যান বা ছোট লরিতেই যাতায়াত করছিলেন। দুপুর ১১টা নাগাদ হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে নন্দকুমার হাইরোডে গাড়ির অপেক্ষায় থাকা প্রায় ২০ জন পুরুয়-মহিলা একটি ছোট লরিতে চাপেন। হলদিয়া যাওয়ার পছে আরও কয়েকজন যাত্রীও ওঠে তাতে। বেলা ১২টা নাগাদ বাড়সুন্দরার কাছে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে পাশ কাটানোর সময় যাত্রীবোঝাই এই লরিটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। লরিটি উল্টে যাত্রীরা ছিটকে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের সবাইকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসেন। জেলা হাসপাতালে ১০ জন মহিলা-সহ ২১ জনকে ভর্তি করা হয়। তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়। জেলা হাসপাতালের মেল সারজিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন দীপঙ্কর দাসের বাড়ি হলদিয়ার বাঁশখানার জালপাই গ্রামে। তিনি বলেন, “সকালে তমলুকে বর্গভীমা মন্দিরে পূজা দিয়ে বাড়ি ফিরছিলাম। বাস চলাচল বন্ধ থাকায় নন্দকুমার হাইরোড মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমার মত আরও বেশ কয়েকজন সেখানে ছিলেন। তখনই ওই ছোট লরিটি এসে হলদিয়ার রানিচক পর্যন্ত যাওয়ার কথা বলে। মহিলা-সহ প্রায় ২৫ জনকে ছিল ওই লরিতে।” দীপঙ্করবাবুর অভিযোগ, “মহিষাদলের কাপাসএড়্যার কাছে লরির খালাসি চালককে সরিয়ে গাড়ি চালাতে শুরু করে। এরপরেই দুর্ঘটনাটি ঘটে।” ওই লরিতে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন ভগবানপুরের মির্জাপুর গ্রামের গৃহবধূ নীলা মহাপাত্র। তিন জনেই গুরুতর আহত হন তাঁরা। আহত হয়েছেন তমলুকের ডিমারী এলাকার রানিচক গ্রামের ৯ বছরের রিম্পা জানা। পুলিশ জানিয়েছে , ছোট লরিতে যাত্রী চাপিয়ে নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারানোর ফলেই এই দুর্ঘটনা। তবে লরির চালক ও খালাসি পলাতক। তাদের কোনও গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। |
|
|
|
|
|