ইউরোপ জুড়ে ক্লাবগুলো সবচেয়ে আকর্ষক লড়াইয়ে নামার আগে বিতর্কে পর্যুদস্ত রিয়াল মাদ্রিদ! যারা কি না রেকর্ড সংখ্যক ন’বার ইউরোপ সেরার ট্রফি জিতেছে।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে রিয়াল। সবার নজর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী কোচ রবের্তো মানচিনি বনাম লা-লিগা চ্যাম্পিয়ন কোচ হোসে মোরিনহোর ট্যাকটিক্যাল লড়াইয়ে। জল্পনা, সদ্য চোট সারিয়ে ফেরা ম্যান সিটি-র সের্খিও আগুয়েরো খেলবেন কি না। তর্ক চলছে, অফ ফর্মের রোনাল্ডো এই ম্যাচ থেকেই রিয়ালে স্বমহিমায় ফিরবেন কি না। একেই এ মরসুমে ছ’ম্যাচে রিয়াল জিতেছে মাত্র দু’টো। তায় রয়েছে কোচ বনাম প্রাক্তন ক্লাব কর্তা দ্বন্দ্ব। |
আজ যুদ্ধ! মোরিনহো বনাম মানচিনিতে মজে মাদ্রিদ। |
ঝামেলার শুরু শনিবার স্প্যানিশ লিগে সেভিয়ার কাছে রিয়ালের হারে। মোরিনহো ফুটবলারদের ঘাড়ে দোষ চাপান। যার পাল্টায় ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রামোন কালদেরোন বলেছেন, “ফুটবলাররাও বলতে পারে যে, তাদের এই মুহূর্তে কোনও কোচই নেই! আমার মতে, রোনাল্ডোরা দলের প্রতি পুরোপুরি দায়বদ্ধ।” মোরিনহো বলেছিলেন, “ফুটবলারদের মধ্যে মাত্র কয়েক জন টিমের প্রতি দায়বদ্ধ। এ রকম হলে জেতা কঠিন।” প্রতিদ্বন্দ্বীর গৃহযুদ্ধকে পাত্তা দিচ্ছেন না মানচিনি। বরং তিনি উচ্ছ্বসিত ঐতিহ্যশালী সান্তিয়াগো বের্নাবেউতে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার সুযোগ পেয়ে। “রিয়াল বা বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ মানে একশো বছরের ইতিহাসের সঙ্গে খেলা। সোজা কথায় গত বারের মতো এ বারও আমাদের রাস্তা কঠিন। তবে আমার হাতে ক’জন প্রতিভাবান ফুটবলার আছে।” যাঁদের মধ্যে তেভেজকে শনিবার প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিরুদ্ধে ৬৩ মিনিটে তুলে নেন মানচিনি। রিয়াল-ম্যাচের কথা ভেবেই। হাঁটুর চোট সারিয়ে ওঠা আগুয়েরো মাদ্রিদ যাচ্ছেন। সম্ভবত খেলবেন।
|
মঙ্গলবারে চ্যাম্পিয়ন্স লিগ |
• রিয়াল মাদ্রিদ: ম্যাঞ্চেস্টার সিটি
• আর্সেনাল: মঁপেলিয়ার
• এসি মিলান: অ্যান্ডারলেখট
• আয়াখস: বরুসিয়া ডর্টমুন্ড |
• প্যারিস সাঁ জাঁ: ডায়ানামো কিয়েভ
• মালাগা: জেনিট
• জাগ্রেব: পোর্তো
• অলিম্পিয়াকোস: শালকে |
|