ভারতীয় বোর্ড বনাম ডেকান চার্জার্স ম্যাচের দ্বিতীয় রাউন্ড রীতিমত জমে গেল। সোমবার ডেকান-মামলার উপর মুম্বই হাইকোর্টের নির্দেশ আইপিএলের ‘বহিষ্কৃত’ ফ্র্যাঞ্চাইজিকে শুধু সাময়িক স্বস্তিই দিল না, একই সঙ্গে আইপিএল নিয়ে নতুন জটের মুখেও ঠেলে দিল বোর্ডকে।
এ দিন মুম্বই হাইকোর্ট স্থিতাবস্থা জারি করে দেয় ডেকান-মামলার উপর। তারা জানিয়ে দেয়, আগামী ২৪ সেপ্টেম্বরের পরবর্তী শুনানির আগে বোর্ড কোনও পদক্ষেপ নিতে পারবে না ডেকানের বিরুদ্ধে। যে সিদ্ধান্ত রীতিমত ধাক্কা হিসেবেই হাজির হয়েছে বোর্ড কর্তাদের কাছে। জানা গেল, বোর্ড আন্দাজই করতে পারেনি এ রকম কিছু ঘটতে পারে বলে। বরং বোর্ড পক্ষের কৌসুঁলিরা প্রায় নিশ্চিত হয়েই আদালতে গিয়েছিলেন যে, অন্য রকম কিছু ঘটবে না। রায় বোর্ডের পক্ষেই যাবে।
মুম্বই আদালতের কথায়, এটা স্থিতাবস্থা। কিন্তু বোর্ডের একাংশের কাছে ব্যাপারটা স্থগিতাদেশেরই সামিল। বলা হচ্ছে, এই যে আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে ডেকান চার্জার্স কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় চুক্তিপত্র বাতিল করল বোর্ড, ডেকানকে বহিষ্কার করা হল আইপিএল থেকে, আদালতের এ দিনের সিদ্ধান্তে সে সবের কোনও কিছুতেই তো সিলমোহর পড়ল না। পরিস্থিতি যে কে সেই-ই থেকে গেল।
আদালতের কাছে ডেকানের আবেদনে বলা হয়েছিল, বোর্ডের সিদ্ধান্ত বেআইনি। ভারতীয় বোর্ড যে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন টেন্ডার ডাকছে, হাইকোর্টের কাছে তার উপর স্থগিতাদেশও চেয়েছিল ডেকান। বোর্ড যদিও এ দিন জানিয়ে দিয়েছে, ডেকান টিমের জন্য টেন্ডার ডাকা হচ্ছে না। তবে ভারতীয় বোর্ড আশঙ্কা করছে, আগামী ২৪ সেপ্টেম্বরও নির্দিষ্ট রায় পাওয়ার সম্ভাবনা কম। বরং মামলা আরও কিছু দিন গড়াতে পারে।
আগামী ২৭ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। আইপিএলের নতুন গভর্নিং কাউন্সিলও সে দিন ঠিক হবে। বোর্ড কর্তাদের অনেকেই ধরেই নিচ্ছেন, ডেকান-কাণ্ডের নিষ্পত্তি নতুন গভর্নিং কাউন্সিলের হাতেই হতে চলেছে। কারণ তার আগে আদালতের চূড়ান্ত রায় পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয়, আগামী নভেম্বরের মধ্যে আইপিএল সিক্সের চূড়ান্ত রূপরেখা তৈরি করে ফেলতে হবে বোর্ডকে। তার আগে আদালতের চূড়ান্ত রায় পাওয়া যাবে কি না, তা নিয়েও সন্দেহের বাতাবরণ অল্পবিস্তর তৈরি হচ্ছে।
যা পরিস্থিতি, তাতে আইপিএল সিক্স শেষ পর্যন্ত ক’টা দলের হবে, নয় না দশ, সেই উত্তর পেতে অপেক্ষা আরও বেশ কিছু দিনের। |