টুকরো খবর
২৪ দিন বিদ্যুৎহীন
চব্বিশ দিন ধরে বিদ্যুৎহীন পিওর সিহারশোল এলাকা। দু’দিন আগে পিওর সিহারশোল কোলিয়ারির পরিবহণ বন্ধ রেখে আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার তৃণমূল নেতা প্রকাশ মাহাতোর নেতৃত্বে কোলিয়ারির এজেন্টের কাছে বিক্ষোভ দেখানো হয়। প্রকাশবাবুর দাবি, কোলিয়ারি কতৃপক্ষ দু’দিন আগে তাঁদের শীঘ্র সমস্যা মিটে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দু’দিন পেরিয়ে গেলেও সমস্যা মেটেনি। বুধবার লিখিত ভাবে তাঁরা জানিয়েছেম, দ্রুত সমস্যা না মিটলে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখানো হবে।

রায়নায় ট্রাকের ধাক্কায় মৃত শিশু
দাদুর সঙ্গে বিশ্বকর্মা পুজোয় ঠাকুর দেখতে এসে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। সোমবার সকালে রায়নার সোহরাবাজারের ঘটনা। ওই শিশুর নাম তৃষা কুণ্ডু (৩)। ওই এলাকাতেই তার বাড়ি। সোমবার সকালে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্য হয় তার। পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। রবিবার রাতে বর্ধমানের রথতলার কাছে জি টি রোড বাইপাস পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম রঞ্জিত বাগদি ওরফে কালু (৩৩)। বাড়ি গলসির শিরোরাই গ্রামে।

শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ
সিপিএম প্রভাবিত অসংগঠিত শ্রমিক সংগঠনের নেতা পূর্ণ বন্দ্যোপাধ্যায়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পূর্ণবাবুকে রানিগঞ্জের অলুগড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। তিনি রানিগঞ্জের নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, রবিবার সন্ধ্যায় জে কে নগর বাজারের কাছে তৃণমূল কর্মী দীনু দে তাঁকে বেধড়ক মারধর করেন। দীনুবাবুর অবশ্য দাবি, এই অভিযোগ মিথ্যা। পুলিশ জানায়, তদন্ত চলছে।

কৃতীদের সংবর্ধনা
তৃণমূলের উদ্যোগে শহরের ৮ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই ও আইএসসি পরীক্ষায় কৃতী মোট ২৫ জনকে সংবর্ধনা দেওয়া হল। উদ্বোধন করেন কারিগরি শিক্ষা মন্ত্রী রবীরঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন খোকন দাস প্রমুখ।

গুলিবিদ্ধ দেহ
এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার গভীর রাতে হিরাপুরের নরসিংহবাঁধ এলাকায় দেহটি মেলে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম সনাতন দাস (৪৮)। বাড়ি নরসিংহবাঁধ লাগোয়া মিতাই গলিতে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

কোথায় কী
বর্ধমান: অন্বেষা স্মরণে অনুষ্ঠান। সংস্কৃতি লোকমঞ্চ। সন্ধ্যা সাড়ে ৬টা।

দুর্গাপুর: চন্দন দে ও কনক দেবী স্মৃতি ফুটবল। ক্লাবের মাঠ। বিকেল ৪টে। উদ্যোগ: দুর্গাপুর মর্ডান বয়েজ ক্লাব।

চিত্তরঞ্জন: ফুটবল। ফতেপুর মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.